শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রমজানে চাল-তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০১ অপরাহ্ন, ১৯শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

রমজানে  চাল-তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করায় তিন প্রতিষ্ঠানকে  সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের  সময় ২৩ হাজার ২০০ কেজি চাল, ২০০০ কেজি ডাল এবং ১৫০০ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়। 

সোমবার (১৮শে মার্চ) রাজধানীর জুরাইনে দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই অভিযান চলে। ওই তিন প্রতিষ্ঠান হলো- জনপ্রিয় স্টোর (ম্যানেজার নজরুল ইসলাম), মেসার্স ফরিদপুর রাইস এজেন্সি (ম্যানেজার জহিরুল ইসলাম) এবং মেসার্স আরব রাইস এজেন্সি (ম্যানেজার নিজাম উদ্দিন)। 

আরো পড়ুন: মীমের অভিযোগ নিয়ে পুলিশের সাইবার টিম কাজ করছে : ডিবি প্রধান

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দণ্ডপ্রাপ্তরা তাদের অপরাধ স্বীকার করেন। তারা দীর্ঘদিন ধরে এই ধরনের অপরাধ করে আসছিলেন বলে জানান।

র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন জানান, অবৈধভাবে পণ্য মজুতকারী প্রতিষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এইচআ/  


জরিমানা ভ্রাম্যমাণ আদালত মজুতদারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন