শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢামেকে এক ঘণ্টা অবরুদ্ধ আসিফ নজরুল, বেরোলেন বাগান গেট দিয়ে *** কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য *** আসিফ নজরুলকে 'ভণ্ডামি বাদ দিতে' বললেন হাসনাত আবদুল্লাহ *** অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে জেল ও জরিমানা *** মুরগি খাওয়া রোধে পাতা ফাঁদে ধরা পড়ল মেছো বাঘ *** আর্জেন্টিনার হয়ে মেসির সময় তাহলে ফুরিয়ে এল *** লতিফ সিদ্দিকী যা বললেন আদালতে *** ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান *** আটকের ১২ ঘণ্টা পর মামলা লতিফ সিদ্দিকী, শিক্ষক কার্জনসহ ১৬ জন কারাগারে *** নির্বাচনী কর্মকর্তাদের জুতার মালা ও জেলের কথা মনে করিয়ে দিলেন ইসি

কেন্দ্রীয় ঔষধাগার পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, দেখলেন অনিয়ম

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় ঔষধাগার (সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো) ঝটিকা পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এ সময় মন্ত্রীর চোখে পড়ে বিভিন্ন অনিয়ম। তবে এ নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। 

রোববার (২৫শে ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫০ মিনিট থেকে ২টা ২৫ মিনিট পর্যন্ত পুরো প্রতিষ্ঠান ঘুরে দেখেন। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুরে স্বাস্থ্যমন্ত্রী কেন্দ্রীয় ঔষধাগারে ঝটিকা অভিযান চালান। এ সময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম।

স্বাস্থ্যমন্ত্রী প্রায় ৩৫ মিনিট পুরো স্টোরেজ ঘুরে দেখেন। সেখানে উপস্থিত কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করেন। এ সময় শত শত কার্টুনে স্বাস্থ্যসেবা সামগ্রী পড়ে থাকতে দেখেন। নানা বিষয়ে অনিয়মও দেখতে পান। জরুরি স্বাস্থ্যসেবার পণ্য দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসব জিনিসের মেয়াদ শেষ হয়ে গেল কীভাবে, উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিজ্ঞেস করেন। স্বাস্থ্যমন্ত্রীর অধিকাংশ প্রশ্নেরই উত্তর দিতে পারেননি কর্মকর্তারা। 

আরও পড়ুন: খৎনায় মৃত্যু : জিরো টলারেন্স দেখাতে বলেছেন প্রধানমন্ত্রী

ডা. সামন্ত লাল এসব অনিয়ম দেখে এ স্টোরেজের সব মালামালের তালিকা, মালামাল ডেলিভারির তারিখ, আগামীতে ডেলিভারি কবে, কেন এত বিরাট সংখ্যক মালামাল নষ্ট; কারণ জানিয়ে আগামী সাত দিনের মধ্যে লিখিত প্রতিবেদন জমার নির্দেশ দেন। 

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলমকে নির্দিষ্ট সময়ে প্রতিবেদন সংগ্রহ করে উপযুক্ত ব্যবস্থা নিতে জরুরি বৈঠকে বসার কথা জানান।

এসকে/  আই.কে.জে

স্বাস্থ্যমন্ত্রী কেন্দ্রীয় ঔষধাগার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন