শুক্রবার, ১৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১লা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাষ্ট্রীয় উদ্যোগে ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আজ *** জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা *** ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তরের মানুষ... *** সব গণমাধ্যমকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার *** ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, নতুন কর্মসূচি দিলেন শিক্ষকরা *** জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবারই, বাদ পড়লে পরেও স্বাক্ষর করা যাবে: আলী রীয়াজ *** সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা *** সাত কলেজ নিয়ে বিভিন্ন গ্রুপ গুজব ছড়াচ্ছে: শিক্ষা উপদেষ্টা *** এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয়: শিক্ষা উপদেষ্টা *** আগামীকাল স্বাক্ষর হতে যাচ্ছে ‘জাতীয় জুলাই সনদ, ২০২৫’

দেশে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪৭ পূর্বাহ্ন, ১২ই অক্টোবর ২০২৫

#

প্রতীকী ছবি

দেশে টাইফয়েডের টিকাদান শুরু হচ্ছে আজ রোববার (১২ই অক্টোবর)। রাজধানীর আজিমপুরের স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা টিকা কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করবেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির উপপরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৩০শে অক্টোবর পর্যন্ত ১৪টি কর্মদিবসে (রোব-বৃহস্পতিবার) শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা দেওয়া হবে। শনিবার ও বাকি দিনগুলোতে নিয়মিত টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। আর ৩০শে অক্টোবরের পর থেকে ১৩ই নভেম্বর পর্যন্ত দেওয়া হবে কমিউনিটি পর্যায়ে।

এ কর্মসূচির আওতায় প্রায় ৪ কোটি ৯০ লাখ শিশু ও কিশোর-কিশোরীকে বিনা মূল্যে এই টিকা দেবে সরকার। জন্মসনদ না থাকলেও শিশুরা টিকা পাবে।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি দেশে টাইফয়েডের প্রথম টিকাদান ক্যাম্পেইন। টিকাবিষয়ক আন্তর্জাতিক সংস্থা গ্যাভির সহায়তায় সরকারের পাওয়া টিকাটি তৈরি করেছে ভারতের সেরাম ইনস্টিটিউট।

এর আগে নেপাল, পাকিস্তানসহ ৯টি দেশে প্রয়োগ করা হয়েছে এই টিকা। এতে এখনও বড় ধরনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

কারা পাবে এই টিকা

ক্যাম্পেইনের আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত সব শিক্ষার্থী এক ডোজ করে টাইফয়েডের টিকা পাবে। এ ছাড়া ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী যেসব শিশু বিদ্যালয়ে পড়াশোনা করে না, তাদের বাড়ি বাড়ি গিয়ে এই টিকা দেওয়া হবে। শহর এলাকার পথশিশুদের জন্য দায়িত্বে থাকবে বিভিন্ন এনজিও সংস্থা।

কেন জরুরি এই টিকাদান

স্বাস্থ্য মন্ত্রণালয়ে সম্প্রতি আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, দেশে ২০২১ সালে ৪ লাখ ৭৮ হাজার মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়। এর মধ্যে আট হাজার মানুষ মারা যায়, যাদের ৬৮ শতাংশই শিশু। 

ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান বলেন, টাইফয়েড সারাতে অ্যান্টিবায়োটিক ব্যবহার হয়। এই টিকাদান কর্মসূচির মাধ্যমে টাইফয়েড কমে এলে দেশে অ্যান্টিবায়োটিকের ব্যবহারও কমবে।

বিশেষজ্ঞদের মতে, দেশে ওষুধ-প্রতিরোধী টাইফয়েড জ্বরের প্রকোপ দিন দিন বাড়ছে। তাই এই টিকা সময়োপযোগী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিবন্ধন করবেন যেভাবে

টিকা নিতে হলে https://vaxepi.gov.bd/registration/tcv লিঙ্ক থেকে ১৭ সংখ্যার জন্মনিবন্ধন নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর জন্মসনদ ব্যবহার করে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করা যাবে।

নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে গত ১লা আগস্ট থেকে। যাদের জন্মসনদ নেই, তারা নিকটস্থ টিকা কেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের সহায়তা নেবে। ইতোমধ্যে দুই কোটি শিশু এই টিকার জন্য নিবন্ধন করেছে।

জে.এস/

টাইফয়েড টিকাদান কর্মসূচি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250