ছবি : সংগৃহীত
ফেব্রুয়ারি মাসের শেষের দিকে টানা চার দিনের ছুটি ভোগ করার সুযোগ আসছে সরকারি চাকুরেদের জন্য। এজন্য তাদের মাঝের একদিনের ছুটি ম্যানেজ করতে হবে।
আগামী ২৫শে ফেব্রুয়ারি রোববারের ছুটি কোনোভাবে ম্যানেজ করতে পারলেই টানা চার দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। অথবা ২২শে ফেব্রুয়ারি ছুটি ম্যানেজ করলেও একই সুযোগ মিলবে।
ক্যালেন্ডার বিশ্লেষণ করে দেখা যায়, ২১শে ফেব্রুয়ারি বুধবার সরকারি ছুটি পড়েছে। একদিন পর ২৩শে ও ২৪শে ফেব্রুয়ারি শুক্রবার শনিবার হওয়ায় এই দুইদিন সাপ্তাহিক ছুটি। কোনো সরকারি চাকুরে ২২শে ফেব্রুয়ারির (বৃহস্পতিবার) ছুটি নিতে পারলে তিনি টানা চারদিন ছুটি ভোগ করতে পারবেন।
আরো পড়ুন: আমদানি-রপ্তানিতে বাংলাদেশের বন্দর ব্যবহার করতে চায় নেপাল
অথবা ২৩শে ও ২৪শে ফেব্রুয়ারি শুক্রবার, শনিবার হওয়ায় এই দুইদিন সাপ্তাহিক ছুটি। একদিন পর ২৬শে ফেব্রুয়ারি শবে বরাতের সরকারি ছুটি। মাঝের ২৫শে ফেব্রুয়ারি (রোববার) সরকারি অফিস আদালত খোলা রয়েছে। এই একদিনের ছুটিও কোনোভাবে ‘ম্যানেজ’ করতে পারলেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা চারদিনের ছুটি ভোগ করতে পারবেন।
উল্লেখ্য, রোববার (১১ই ফেব্রুয়ারি) শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৫শে ফেব্রুয়ারি দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত। শবে বরাতের পরদিন নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবারের শবে বরাতের ছুটি পড়েছে ২৬ ফেব্রুয়ারি (সোমবার)।
এইচআ/ আই. কে. জে/