শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্বামীর নিখোঁজের পর দেবরের সঙ্গে বিয়ে, পরের দিনই হাজির স্বামী! *** সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ *** গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজ এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা, সরছেন ইসরায়েলি সেনারা *** ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় যা বলছে হোয়াইট হাউস *** তালেবানের সঙ্গে বৈঠকের পর কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালুর ঘোষণা দিল্লির *** গুমের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়বিচারের পথে অগ্রগতি: এইচআরডব্লিউ *** শেখ হাসিনাসহ দুই ডজন নেতা ভোটে অযোগ্য হচ্ছেন *** ইসরায়েলি কারাগার থেকে ইস্তাম্বুলের পথে শহিদুল আলম *** প্রশাসনে বিশেষ দলের লোক বসিয়ে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে: গোলাম পরওয়ার *** বিএনপির ধানের শীষ নিয়ে অযথা টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের

ক্যাটি পেরির সঙ্গে ডিনার ডেটে জাস্টিন ট্রুডো, সম্পর্কের গুঞ্জন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩০ পূর্বাহ্ন, ৩০শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

পপ তারকা ক্যাটি পেরির সঙ্গে মন্ট্রিয়েলের একটি বিলাসবহুল রেস্তোরাঁয় ডিনার ডেটে দেখা গেছে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। আমেরিকার ট্যাবলয়েড টিএমজেড চাঞ্চল্যকর এই খবর প্রকাশ করেছে।

টিএমজেডের হাতে আসা ছবিতে দেখা গেছে, ৪০ বছর বয়সী ‘ডার্ক হর্স’ গায়িকা এবং ৫৩ বছর বয়সী ট্রুডো মন্ট্রিয়েলের অভিজাত রেস্তোরাঁ ল্য ভিয়লোঁতে একসঙ্গে ডিনার করছেন। পেরি ট্রুডোর দিকে ঝুঁকে গভীর আলাপচারিতায় মগ্ন।

এক প্রত্যক্ষদর্শীর বরাতে টিএমজেড জানায়, নিরাপত্তারক্ষীদের নজরদারিতে থাকা এই যুগল ককটেল পান করেন এবং একাধিক পদ ভাগাভাগি করে খান; যার মধ্যে লবস্টারও ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে—একপর্যায়ে রেস্তোরাঁর শেফ গিয়ে পেরি ও ট্রুডোর সঙ্গে কথা বলেন এবং খাবার শেষে তারা রান্নাঘরে গিয়ে স্টাফদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান।

এদিকে বিষয়টি নিয়ে পেরি ও ট্রুডোর প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল আরেক ট্যাবলয়েড ‘পেজ সিক্স’। কিন্তু তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।

ক্যাটি পেরি বর্তমানে কানাডা সফরে আছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৯শে জুলাই) রাতে তার একটি কনসার্ট রয়েছে অটোয়ায় এবং আজ বুধবার (৩০শে জুলাই) মন্ট্রিয়েলে আরও একটি শো করবেন তিনি।

চলতি মাসের শুরুর দিকে পেরি এবং ‘পাইরেটস অব ক্যারিবিয়ান’ অভিনেতা অরল্যান্ডো ব্লুম একটি যৌথ বিবৃতিতে ১০ বছরের সম্পর্কের ইতি টানার ঘোষণা দেন। বিবৃতির কয়েক দিন পর তাদের চার বছরের কন্যা ডেইজি ডাভসহ একটি পারিবারিক ছবিতে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। তবে কিছুদিন আগেই ইতালির একটি রিসোর্ট উদ্বোধন করতে গিয়ে ক্যাটি ও ব্লুমকে কিছুটা চাপা উত্তেজনার মধ্যে দেখা গিয়েছিল।

২০১৬ সালে ক্যাটি ও ব্লুমের সম্পর্কে সূচনা হলেও ২০১৭ সালের মার্চেই তারা আলাদা হয়ে গিয়েছিলেন। পরবর্তীকালে ২০১৮ সালের শুরুর দিকে মালদ্বীপ সফরে গিয়ে তাদের সম্পর্ক আবার জোড়া লাগে। পরে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তারা বাগদান করেন এবং ২০২০ সালের আগস্টে কন্যাসন্তান ডেইজি ডাভের জন্ম হয়।

এদিকে, জাস্টিন ট্রুডো এবং তার স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো ২০২৩ সালে ১৮ বছরের দাম্পত্যের ইতি টানার ঘোষণা দেন। এই দম্পতির তিন সন্তান রয়েছে—জ্যাভিয়ার (১৭), এলা-গ্রেস (১৬) ও হ্যাড্রিয়েন (১১)।

পেজ সিক্স জানিয়েছে, এই সাক্ষাৎ ও নৈশভোজের কথা ফাঁস হতেই জল্পনা শুরু হয়েছে—দুজনের মধ্যে নতুন কোনো সম্পর্ক গড়ে উঠছে কী না, তা নিয়ে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কেউ কিছু বলেননি।

জে.এস/

জাস্টিন ট্রুডো ক্যাটি পেরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250