শনিবার, ২৯শে জুন ২০২৪ খ্রিস্টাব্দ
১৪ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে নগরবাসী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৫ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে নগরবাসী। সকাল থেকেই রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালগুলোয় রয়েছে যাত্রীদের ভিড়। কর্মদিবস হওয়ায় পরিবারের সদস্যদের আগেই পাঠিয়ে দিচ্ছেন অনেকে। এছাড়া ছুটি শুরু হওয়ায় শিক্ষার্থীদেরও ভিড় বেড়েছে।

বৃহস্পতিবার (১৩ই জুন)  কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায় যাত্রীদের চাপ। বসার জায়গা না পেয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা যায় অনেক যাত্রীদের। 

কর্তৃপক্ষ জানিয়েছে, টিকিট ছাড়া কাউকে প্লাটফর্মে ঢুকতে না দেওয়ায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক। এদিকে ভোর থেকেই রাজধানীর মহাখালী, গাবতলী, সায়েবাদসহ সব বাস টার্মিনালে বেড়েছে যাত্রীদের ভিড়। বিকেলে এই ভিড় আরও বাড়তে শুরু করেছে বলে জানিয়েছে পরিবহন সংশ্লিষ্টরা। যাত্রীচাপ বাড়ায় টার্মিনালগুলোর আশপাশের সড়কে দেখা দিয়েছে যানজট। 

এদিকে, ঈদযাত্রায় ট্রেনের টিকিটের কালোবাজারি ঠেকাতে র‍্যাবের গোয়েন্দারা তৎপর। এছাড়া যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিতে স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। সকালে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

ওআ/

ঈদ যাত্রা

খবরটি শেয়ার করুন