ছবি: সংগৃহীত
সময়ের সঙ্গে সঙ্গে সমাজে নর-নারীর সম্পর্কের বিস্তর নতুন সংজ্ঞা প্রকাশ্যে আসছে। প্রেম থেকে বিচ্ছেদ বা বিয়ে— সমকালীন সমাজে তার সংবেদ বদলে গিয়েছে। সেখানে অনেক সময়ে সম্পর্কে নৈকট্য ও যৌনতাকে গুলিয়ে ফেলা হয় বলে মনে করেন টলিপাড়ার অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়। খবর আনন্দবাজার পত্রিকার।
অনুরাধা মনে করেন, যৌনতাকে ঘিরে এখনও সমাজে অহেতুক নানা ছুতমার্গ রয়েছে। ‘নীহারিকা’ খ্যাত এ অভিনেত্রী বললেন, ‘এখনও নারীরা কোনো ছবি সমাজমাধ্যমে পোস্ট করলে যৌন আঙ্গিক খোঁজার চেষ্টা করা হয়। এরপর শুরু হয় ট্রোলিং!’
অনুরাধা মনে করেন, যৌনতা সম্পর্কের একটা অংশ। কিন্তু সম্পর্কে দুই ব্যক্তির নৈকট্য মানে যৌনতা নয়। অভিনেত্রী বললেন, ‘সম্পর্কে জড়ালে শারীরিক নৈকট্য তৈরি হতেই পারে। এরপর দেখা গেল, সেখানে মনের মিল নেই।’
অনুরাধার মতে, ‘এজন্যই এখন সমাজে বিচ্ছেদের হার বেড়েছে। কারণ, বর্তমান প্রজন্ম সম্পর্কে সময় দিতে নারাজ। সবাই চটজলদি ফলের আশায় থাকেন।’
বর্তমান গতিময় সমাজের সঙ্গে অতীতের সামাজিক সম্পর্কে পার্থক্য রয়েছে বলেই মনে করেন অনুরাধা। অভিনেত্রীর কথায়, ‘যৌনমিলন তো এখন ভালোবেসে পোশাক কেনার সমতুল্য হয়ে গেছে! কাউকে পছন্দ হলো। এরপর শারীরিক নৈকট্য তৈরি হললো।’
এরই সঙ্গে পাল্টা যুক্তিও তুলে ধরলেন অনুরাধা। বলেন, ‘কিন্তু একটা সময় পর শারীরিক আকর্ষণ তো কমে যায়। তখন দেখা যায় যে, মানুষটার সঙ্গে হয়তো মনের মিলই নেই।’
দর্শক এ মুহূর্তে অনুরাধাকে ‘তুমি আমার হিরো’ ধারাবাহিকে দেখছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে অভিনেত্রীর নতুন ছবি ‘চেক ইন চেক আউট’ ।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন