মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

আজ বলিপাড়ার সোনাক্ষীর বিয়ে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৫ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর অবশেষে চার হাত এক হতে চলেছে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের। রোববার (২৩শে জুন) এই জুটির বিয়ে। যদিও আনুষ্ঠানিকভাবে নিজেদের বিয়ের দিনক্ষণ ঘোষণা করেননি তারা। তবে বলিপাড়ার খবর, আজই বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন সোনাক্ষী-জাহির।

এদিকে আজ মেয়ের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন সোনাক্ষীর বাবা অভিনেতা-রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা। বান্দ্রার কারটার রোডে জাহিরের ফ্ল্যাটে এই জুটির বিয়ের আসর বসতে চলেছে আজ। কিন্তু সোনাক্ষী হিন্দু ধর্মের অনুসারী হলেও তার হবু বর মুসলিম।

তবে হিন্দু বা মুসলিম কোনো রীতি মেনে বিয়ে করছেন না তারা। শুধু আইনি মতে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন সোনাক্ষী-জাহির। ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট ১৯৫৪ অনুযায়ী রেজিস্ট্রার বিয়ে করবেন তারা। পাশাপাশি এদিন সন্ধ্যায় এক ঝলমলে পার্টির আয়োজন করতে চলেছেন সোনাক্ষী-জাহির। অভিনেত্রী শিল্পা শেঠির রেস্তোরাঁ বাস্টিনে এই পার্টির আয়োজন করা হয়েছে।

জানা গেছে, শুরুতে গুঞ্জন ছিল এই বিয়েতে মোটেও খুশি নন সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহা। এমনকি জাহিরকে নাকি মেনেও নেননি তিনি। আর তাই বিয়েতেও উপস্থিত থাকবেন না বলে শোনা গিয়েছিল। তবে সব গুঞ্জনে পানি ঢেলে দিয়েছেন তিনি। সম্প্রতি জাহিরের বাসায় দেখা গিয়েছিল তাকে।

আরো পড়ুন: এক নম্বরে ‘দুষ্টু কোকিল’!

এর আগে ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে শত্রুঘ্ন সিনহা জানিয়েছিলেন যে, সোনাক্ষী ও জাহিরের বিয়ে ঘিরে তাদের পরিবারে মন-কষাকষি ছিল। তবে এখন সব উৎকণ্ঠা দূর হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

সে সময় তিনি আরো বলেন, বিয়ের রিসেপশনের দিন সন্ধ্যায় আমরা সবাই যাব। আমরা ২৩শে জুন খুব মজা করব। আমাদের পরিবারের কেউ বিয়ে ঘিরে কোনো কথা বলেননি। কিছু গণমাধ্যম এ ব্যাপারে শুধু অনুমানভিত্তিক কথা বলেছে। সব পরিবারে বিয়ে হয়। আর বিয়ের আগে ঝগড়াঝাঁটি হওয়া খুবই সাধারণ ব্যাপার। এখন সব ঠিকঠাক আছে।

সূত্র: এনডিটিভি

এসি/

সোনাক্ষী বলিপাড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন