সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মিয়ানমারের আরও ২৪ বিজিপি সদস্যের বাংলাদেশে আশ্রয়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫১ অপরাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষংছড়ি ও কক্সবাজারের টেকনাফের সীমান্ত দিয়ে দুই ধাপে মিয়ানমারের আরও ২৪ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

তার মধ্যে নাইক্ষংছড়ির হাতিমারাঝিরি সীমান্ত দিয়ে ৮ জন এবং টেকনাফের জীম্বংখালী সীমান্ত দিয়ে ১৬ জন বিজিপি সদস্য জীবন বাঁচাতে মিয়ানমারের যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছেন। 

শুক্রবার (১৯শে এপ্রিল) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। 

আরো পড়ুন: পালিয়ে আসা সেনা সদস্যরা ২২শে এপ্রিল মিয়ানমার ফিরবেন: পররাষ্ট্রমন্ত্রী

শরিফুল ইসলাম আরও জানান, তাদের পরিচয় শনাক্তের পাশাপাশি তথ্যভাণ্ডার তৈরির কাজ চলছে। এরপর তাদের স্বদেশে ফেরতের প্রক্রিয়া শুরু হবে।

এর আগে গত ১৫ই ফেব্রুয়ারি বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সীমান্তরক্ষী ও সেনা সদস্যসহ ৩৩০ জনকে আনুষ্ঠানিকভাবে সেদেশে ফেরত পাঠানো হয়।

এইচআ/ আই.কে.জে/

বাংলাদেশ বিজিপি সদস্য আশ্রয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন