বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এস আলমকে নিয়ে গভর্নর বললেন, ‘চোরের মায়ের বড় গলা’ *** গোলাম আযম জাতির 'শ্রেষ্ঠ সন্তান' হলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়—প্রশ্ন মির্জা আব্বাসের *** শুরু থেকেই ভারতের সঙ্গে সম্পর্কে ‘টানাপোড়েন আছে’— এটা বাস্তবতা: পররাষ্ট্র উপদেষ্টা *** ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড *** অপারেটর করলেন ভুল, ক্যারি করলেন সেঞ্চুরি *** উত্তর-পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার বাংলাদেশি হুমকি সহ্য করা হবে না: আসামের মুখ্যমন্ত্রী *** আমাদের ‘নসিহত’ করা হয়েছে, নির্বাচন নিয়ে উপদেশ চাই না: তৌহিদ হোসেন *** ভারতে নারীর নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ *** বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে কী বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় *** হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

যুদ্ধবিরতি নয়, সংঘাতের ‘বাস্তব অবসান’ চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি নয়, সংঘাতের ‘বাস্তব অবসান’ চান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। প্রেসিডেন্ট বলেন, ‘কোনো যুদ্ধবিরতি নয়, আমি চাই প্রকৃত অবসান।’ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প আরও বলেন, ‘সম্পূর্ণ আত্মসমর্পণ করলেও সমস্যা নেই।’ তবে কোন পক্ষকে তিনি আত্মসমর্পণের পরামর্শ দিয়েছেন, তা স্পষ্ট করে বলেননি। অবশ্য এ মন্তব্য করার আগে ইরানের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। আমেরিকার স্বার্থে আঘাত করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুমকি দেন তিনি। বলেন, ‘তারা যদি আমাদের লোকদের কোনো ক্ষতি করে, তবে আমরা সর্বশক্তি নিয়ে মাঠে নামব।’

ট্রাম্প আরও বলেন, ‘আমার মনে হয়, ওরা জানে, আমাদের সেনাদের গায়ে আঙুলের টোকাও দেওয়া যাবে না।’

ট্রাম্পের এ বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নতুন মাত্রায় পৌঁছেছে এবং এর ফলে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা আমেরিকান সেনা ও কূটনৈতিক অবস্থান নতুন করে ঝুঁকির মুখে পড়েছে। তার এ বক্তব্যের মধ্য দিয়ে চলমান সংঘাতে আমেরিকার সরাসরি হস্তক্ষেপের সম্ভাবনার ইঙ্গিত মিলছে বলে মনে করছেন কেউ কেউ।

এর আগে নিজ মালিকানাধীন ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প লেখেন, ‘তেহরানের সব বাসিন্দার উচিত এখনই শহরটি ছেড়ে চলে যাওয়া।’ পরে জি-৭ সম্মেলন শেষ না করেই ওয়াশিংটন ফিরে যান তিনি। নিরাপত্তা পরিষদে একটি জরুরি বৈঠকও ডাকেন। ট্রাম্পের এ পোস্টকে কেন্দ্র করে এরই মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। 

ট্রাম্পের হঠাৎ কানাডা থেকে দেশে ফেরার ঘোষণা হয়তো যুদ্ধবিরতির সম্ভাবনার ইঙ্গিত করছে, আবার এটি আমেরিকার সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার ইঙ্গিতও হতে পারে। বিশেষ করে তার নিরাপত্তা উপদেষ্টা দলের বৈঠক ও সে-সংক্রান্ত তথ্য ছড়িয়ে পড়ায় পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

এর পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পের তেহরানবাসীদের দ্রুত শহর ছাড়ার পরামর্শ দেওয়াও উদ্বেগ আরও বাড়িয়েছে। তার এমন আহ্বানকে নিছক ‘সতর্কবার্তা’ হিসেবে দেখছেন না বিশ্লেষকরা। তবে এটিকে ‘মনস্তাত্ত্বিক খেলা’ বলেও মনে করছেন অনেকে।

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250