রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আইসিসির মাসসেরা খেলোয়াড় জয়সওয়াল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ১২ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ব্যাক টু ব্যাক ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ডবুকে নাম তুলেছেন ভারতের ওপেনিং ব্যাটার যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ডের কাছে প্রথম টেস্ট হারের পর ভারত সিরিজ নিশ্চিত করেছে তার নির্ভরযোগ্য ব্যাটিংয়ে। আর তার পুরস্কার পেলেন আইসিসির মাসসেরা খেলোয়াড় হয়ে। 

জয়সওয়াল দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২১৯ রান করার পর রাজকোটে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসেও হাঁকান আরেকটি ডাবল সেঞ্চুরি। তার অসাধারণ ব্যাটিংয়েই সিরিজে লিড নিতে পারে স্বাগতিক দল। এরই মধ্যে ২০২৩-২৫ চক্রে আইসিসির লিডিং রান স্কোরারও হয়ে গেছেন তিনি।

ফেব্রুয়ারিতে বেশ কিছু রেকর্ড গড়েছেন ভারতীয় বাঁহাতি ব্যাটার। টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডেও ভাগ বসিয়েছেন তিনি। স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান ও বিনোদ কাম্বলির পর তৃতীয় সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে ব্যাক টু ব্যাক ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছেন। গতমাসে তিনি ১১২ গড়ে রান করেছেন ৫৬০। তাতে ছিল ২০টি ছক্কা। 

মাসসেরা হয়ে নিজের প্রতিক্রিয়ায় ভারতের এই তরুণ ব্যাটার বলেছেন, আইসিসি অ্যাওয়ার্ড পেয়ে ভীষণ আনন্দিত আমি। আশা করছি, ভবিষ্যতেও এমনটা অব্যাহত থাকবে। 

আরও পড়ুন: দেশকে চ্যাম্পিয়ন করিয়ে কাঁদলেন গোলরক্ষক ইয়ারজান

ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজকে অন্যতম সেরা উল্লেখ করে তিনি বলেছেন, সিরিজটা ছিল আমার কাছে অন্যতম সেরা। ক্যারিয়ারে এটা আমার প্রথম পাঁচ ম্যাচের সিরিজও।

এসকে/ 

আইসিসি মাসসেরা খেলোয়াড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন