মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দোহায় পররাষ্ট্র উপদেষ্টা: ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে হবে *** নির্বাচনী উপকরণ সংগ্রহ শুরু করেছে ইসি *** এই মুহূর্তে বাংলাদেশ স্বাভাবিক গণতন্ত্রের দেশ নয়: আইরিন খান *** দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে হিন্দু নেতাদের সাক্ষাৎ *** এই ফ্যাসিবাদের সৃষ্টি হয়েছিল একটি ম্যাটিকুলাস প্ল্যানিংয়ের মাধ্যমে: মাহমুদুর রহমান *** কথিত গোয়েন্দা এনায়েতকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান এক পুলিশ কর্মকর্তা, প্রাডো গাড়িও দেন তাকে *** তিন স্ত্রীকে মৃত দেখিয়ে এসআইয়ের চতুর্থ বিয়ে! *** কৃষকেরা আড়াই লাখ টাকা ঋণ পাবেন সিআইবি চার্জ ছাড়াই *** পৃথিবীর যে ১০ স্থানে মানুষের প্রবেশ নিষিদ্ধ *** সুশীলার মন্ত্রিসভায় দুই আমলা ও এক আইনজীবী, আকার হবে সর্বোচ্চ ১৫

ঈদে ঢাকায় নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩৫ অপরাহ্ন, ৫ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়ছে মানুষ। পশুর হাট ও যানবাহনের কারণে সড়কে যানজট ও ভিড় বেশি দেখা যাচ্ছে। শিগগিরই ঢাকা প্রায় ফাঁকা হতে চলেছে। তবে এ পরিস্থিতিতে ঢাকায় নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বৃহস্পতিবার (৫ই জুন) দুপুরে রাজধানীর গাবতলী হাট পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মানুষ বাড়ি যাচ্ছে ঠিকই, কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন তাদের দায়িত্বের জায়গায়। সব বাহিনী সজাগ ও সক্রিয় আছে। আশা করি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে।’

পশুর দাম ও চাহিদা প্রসঙ্গে তিনি বলেন, ‘গতবারের চেয়ে এবার পশুর দাম কিছুটা কম বলে মনে হচ্ছে। বাজারে পর্যাপ্ত গরু রয়েছে। যারা গরু কিনতে আগ্রহী, তারা যে কোনো সময় নিরাপদে এসে গরু কিনে নিতে পারবেন।’

বড় গরুর চাহিদা কমে যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে দুর্নীতির টাকায় পকেট ভরা থাকত, এখন আর সেটা নেই। তাই বড় গরু কিনতে পারছেন না অনেকে। তবে সৎভাবে আয় করা মানুষদের মধ্যেও বড় গরু কেনার মতো সামর্থ্য আছে। ছোট ও মাঝারি গরুর চাহিদা এবার বেশি।’

এইচ.এস/

স্বরাষ্ট্র উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন