বুধবার, ১৯শে নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মিজানুরকে তুলে নেওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা: ‘তদন্তের পর জানতে পারব’ *** 'ছাত্র উপদেষ্টারা যাতে কোনোভাবেই দেশ ছেড়ে পালাতে না পারেন' *** রয়টার্সের পোস্ট ভুলভাবে উদ্ধৃত করে প্রচার *** সাংবাদিক সোহেলকে বাসা থেকে তুলে আনার কারণ জানাল ডিএমপি *** সাংবাদিককে ডিবি তুলে নেয়ার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই: ফয়েজ আহমদ *** জীবনকে নতুন করে চিনতে শেখায় ‘সিদ্ধার্থ’ *** শেখ হাসিনাকে ফেরাতে দু–এক দিনের মধ্যে কূটনৈতিক পত্র পাঠাবে ঢাকা *** বিশ্ব সম্প্রদায়কে সন্ত্রাসবাদের প্রতি ‘জিরো টলারেন্স’ দেখাতে হবে: জয়শঙ্কর *** ট্রাম্পের মানহানি মামলার বিরুদ্ধে লড়তে ‘দৃঢ় প্রতিজ্ঞ’ বিবিসি *** সিএনএনের বিরুদ্ধে ট্রাম্পের মামলা খারিজের সিদ্ধান্ত বহাল আদলতের

সরকার এক কার্গো এলএনজি আমদানি করবে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৩ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে সরকার সিঙ্গাপুর থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদন করেছে। গতকাল মঙ্গলবার (১৮ই নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বছরের ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ৪৬তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। খবর বাসসের। 

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, পেট্রোবাংলা আন্তর্জাতিক কোটেশন পদ্ধতির মাধ্যমে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে স্পট মার্কেটে এক কার্গো এলএনজি আমদানি করবে। এর জন্য ব্যয় হবে প্রায় ৪৮৯ কোটি ৮৮ লাখ টাকা টাকা। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১১ দশমিক ৬৪ মার্কিন ডলার।

দিনের ক্রয় কমিটির সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত প্রস্তাব অনুমোদন করা হয়। এর মধ্যে রয়েছে নতুন একটি সার বাফার গুদাম নির্মাণ এবং একটি বড় রেলওয়ে উন্নয়ন প্রকল্পে পরামর্শক সেবায় ভ্যারিয়েশন অনুমোদন।

দেশব্যাপী সার সংরক্ষণ নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে এই কমিটি ‘সার সংরক্ষণ ও বিতরণের জন্য ৩৪টি বাফার গুদাম নির্মাণ (প্রথম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় সাতক্ষীরায় ১০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতা সম্পন্ন বাফার গুদাম নির্মাণের অনুমোদন দিয়েছে।

প্যাকেজ-৫, লট-১ এর আওতায় কাজটি ৫৫ কোটি ২৫ লাখ টাকার চুক্তিতে মেসার্স এস এস রহমান ইন্টারন্যাশনাল লিমিটেডকে দেওয়া হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, নতুন এ সুবিধা আঞ্চলিক সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধি করবে এবং সারাদেশে আরও সহজ ও কার্যকর বিতরণ ব্যবস্থা নিশ্চিত করবে।

ক্রয় কমিটির সভায় আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ‘দোহাজারী থেকে কক্সবাজার এবং রামু থেকে ঘুমধুম পর্যন্ত একক লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্পের প্যাকেজ এসডি-৩ প্যাকেজের আওতায় পরামর্শ পরিষেবার জন্য একটি পরিবর্তন প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এছাড়াও, দিনের বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে দুটি প্রস্তাব অনুমোদন করা হয়।

জে.এস/

এলএনজি আমদানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250