ছবি: সংগৃহীত
শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে নারী ও শিশু অধিকার নিয়ে এক কর্মসূচিতে ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী মানবাধিকার কর্মী সানজিদা ইসলাম তুলির দেওয়া বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় তুলেছে। তুলি গুমের শিকার পরিবারগুলোর সংগঠন ‘মায়ের ডাকে’র সমন্বয়ক। তার বক্তব্যের পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য করছেন অনেকে। রীতিমত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন তুলি।
রাজধানীর শাহবাগে ‘নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান: প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ’ শীর্ষক মৌন মিছিল ও সমাবেশে নারীর অধিকারসংক্রান্ত বক্তব্যকে কেন্দ্র করে তুলি সামাজিক যোগাযোগমাধ্যমে এই সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন। অনেকে তার পক্ষেও দাঁড়িয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তুলির বিরুদ্ধে সাইবার বুলিংয়ের নিন্দা জানিয়ে উদ্বেগও জানিয়েছে। সংগঠনটি বিবৃতিতে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাচ্ছে।
এদিকে নারীর অধিকার নিয়ে বলতে গিয়ে ইসলামের বিধানের বিরুদ্ধে কোনো কিছু বলেননি বলে নিজের অবস্থান তুলে ধরেছেন তুলি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সানজিদা ইসলাম তুলি লিখেছেন, নারীর অধিকার নিয়ে বলতে গিয়ে আমি চার বিয়ের ব্যাপারে ইসলামের বিধানের বিরুদ্ধে কিছু বলিনি।
রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান তুলির পক্ষ নিয়ে বলেছেন, ব্যারিস্টার আরমান যখন গুম ছিলেন, জামায়াতে ইসলামীকে সে গুমের বিরুদ্ধে ফাইট করতে দেখিনি। ২০১৪ সালের পর তাদের নেতাদের ফাঁসি হয়ে যাওয়ার পর তারা রীতিমতো গর্তে ঢুকে গিয়েছিলেন। তখনই ব্যারিস্টার আরমানের মুক্তির লড়াইটা সানজিদা ইসলাম তুলি করেছেন।
শনিবার (১৫ই নভেম্বর) রাতে ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “তুলি ‘মায়ের ডাক’ নামক সংগঠনটার মাধ্যমে গুম হয়ে যাওয়া মানুষদের সন্ধান চেয়েছেন। সরকারের বিরুদ্ধে চাপ তৈরি করেছেন। সেটা করার জন্য কী পরিমাণ ঝুঁকি তারা নিয়েছেন এগুলো আমরা চোখে দেখেছি। এ জন্য কারো গল্প শোনার আমাদের প্রয়োজন নেই।"
তিনি আরো বলেন, ‘তুলি ও তার মা-সহ আরো অনেকেই আছেন জীবনের ঝুঁকি নিয়ে এই লড়াইটা করেছেন। এই লড়াইয়ের মধ্যে ব্যারিস্টার আরমান কিংবা ব্রিগেডিয়ার আযমীর মুক্তিরও দাবি ছিল। ওখানে প্রত্যেকটা গুম হওয়া মানুষের মুক্তির দাবি জানানো হয়েছে। আবারও বলছি, আযমী ও আরমানের মুক্তির লড়াই জামায়াতে ইসলামী করেনি, এই লড়াই তুলি করেছেন। এর সঙ্গে রাজনৈতিক দল ছিল, ব্যক্তিরা ছিলেন, তারা সাহস করে এসে করেছেন।'
খবরটি শেয়ার করুন