বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কিশোরগঞ্জের ইউএনও হিসেবে নিয়োগ পেলেন সাবেক লাক্স সুন্দরী *** ডোনাল্ড ট্রাম্পের মুখে ‘বর্ণবাদের দুর্গন্ধ’ *** আগামীকাল সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করবেন জোবাইদা রহমান *** তেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শানোর’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার *** ৭ দিন নীরবতার পর ইমরানের টুইট, ভেঙে দিলেন দলের রাজনৈতিক কমিটি *** তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দৃশ্যমান দ্বিধা ও অদৃশ্য বাধা *** আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা *** খালেদা জিয়ার সঙ্গে যাবেন ১৪ জন, থাকবেন পুত্রবধূ শামিলা, ছয় চিকিৎসক *** অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ, আপিল বিভাগে হাইকোর্টের রায় বহাল *** দেশে আসছেন জোবাইদা রহমান, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি

৭ দিন নীরবতার পর ইমরানের টুইট, ভেঙে দিলেন দলের রাজনৈতিক কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করার বিষয়ে নানা বিধিনিষেধ আরোপ করেছে ইসলামাবাদ। এমন কি, পরিবারের সদস্যদেরও তার সঙ্গে দেখা করার অনুমতি দিতে গড়িমসি করে সরকার। এরই মধ্যে গত সপ্তাহে ভারত-আফগানিস্তানের সংবাদমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে যায়।

তবে সেই ধোঁয়াশা কেটেছে। গত মঙ্গলবার (২রা ডিসেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে দেখা করার সুযোগ পান তার বোন উজমা খানম। জানান, 'ইমরান খানের স্বাস্থ্য ভালো আছে। তবে তিনি খুব রেগে আছেন এবং বলেছেন তাকে মানসিক নির্যাতন করা হচ্ছে।'

আজ বৃহস্পতিবার (৪ঠা ডিসেম্বর) প্রায় এক সপ্তাহের নীরবতা ভেঙে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন ইমরান খান। ওই পোস্টে 'তথ্য ফাঁসের' অভিযোগ তুলে তিনি নিজ দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) রাজনৈতিক কমিটি ভেঙে দিয়েছেন। আজ এই তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন।

উল্লেখ্য, কারাবন্দী ইমরানের এক্স অ্যাকাউন্ট নিজে পরিচালনা করেন না। তার নির্দেশনায় এর কার্যক্রম পরিচালিত হয়।

ইমরান খান বলেন, আমি আজ পিটিআই'র রাজনৈতিক কমিটিকে বিলুপ্ত ঘোষণা করছি। দলের মহাসচিব সালমান আকরাম রাজা রাজনৈতিক কৌশল নির্ধারণ করে তা বাস্তবায়ন করবেন। এ উদ্দেশ্য পূরণে একটি অপেক্ষাকৃত ছোট কমিটি গঠন করার যথোপযুক্ত কর্তৃত্ব তাকে দেওয়া হলো।

পিটিআই-এর তথ্য সচিব শেখ ওয়াক্কাস আকরাম ডনকে জানান, বিলুপ্ত হয়ে যাওয়া কমিটিতে ৪০ জন সদস্য ছিলেন। এখন আরও কম সদস্য নিয়ে নতুন কমিটি গঠন করা হবে। খুব সম্ভবত নতুন কমিটিতে প্রাদেশিক প্রধান, দলের নেতা ও অন্যান্য কয়েকজন সদস্য থাকবেন।

পাকিস্তানের নির্বাচন কমিশন ধারাবাহিকভাবে পিটিআই'র দলীয় নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। যার ফলে, দলটির সুনির্দিষ্ট কোনো স্থায়ী কমিটি বা কেন্দ্রীয় নেতৃত্ব নেই। দলের দৈনন্দিন কার্যক্রম নিয়ন্ত্রণ করে রাজনৈতিক কমিটি।

ইমরানের পোস্টের আগেই কমিটি বিলুপ্ত করে মহাসচিবকে নিয়ন্ত্রণ দেওয়ার বিষয়ে একটি দলীয় বার্তা নেতা-কর্মীদের কাছে পৌঁছানো হয়।

ইমরানের এই সিদ্ধান্তে দলের কিছু নেতা-কর্মী ক্ষোভ প্রকাশ করেছেন। কোনো কোন নেতা বলছেন, এতে দলের গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষুণ্ণ হয়েছে ও ভিন্নমত প্রকাশ করা অসম্ভব হয়ে পড়েছে।

জে.এস/

ইমরান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250