বৃহস্পতিবার, ৩রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ফেরত পাঠাবে মালয়েশিয়া: পররাষ্ট্র উপদেষ্টা *** এনবিআরের কমিশনারসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু *** গুপ্তচর সন্দেহে বিপুলসংখ্যক আফগানকে দেশে ফেরত পাঠাচ্ছে ইরান *** ডেঙ্গু শনাক্তে ১৯ হাজার কম্বো কিট দিল চীন *** বিশ্বকাপে চোখ রেখে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ *** সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন *** মোটর ও ইলেক্ট্রনিকস খাতে যৌথ উদ্যোগ চান বাংলাদেশ-পাকিস্তানের ব্যবসায়ীরা *** আইজিপির সঙ্গে ইউনেসকো প্রতিনিধির সাক্ষাৎ *** সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস *** গুমে সেনাসদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে: সেনাসদর

বাংলা সিনেমার যে নায়িকারা সরব টিকটকে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে অবসর যাপনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সামাজিকমাধ্যম টিকটক। সিনেমার পর্দা কাঁপানো নায়িকাদের সবচেয়ে বেশি পছন্দনীয় কাজ অভিনয় হলেও  টিকটকে যেকোনো গান বা যেকোনো সংলাপ দিয়ে ছোট ছোট ভিডিও তৈরি করে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকতে পছন্দ করেন । ভক্তরাও পছন্দের তারকার ভিডিওগুলো লুফে নিচ্ছেন। কোন কোন নায়িকা টিকটকে সরব, চলুন জেনে নিই।

পূর্ণিমা

হঠাৎ বেজে উঠলো ফোনের ঘণ্টা। পূর্ণিমা ফোন ধরে বললেন, হ্যালো কাকে চাই। ফোনের ওপাশ থেকে একজন বলে উঠলেন, তোমাকে। সুন্দর একটি কথোপকথনের পর বেজে উঠলো আয়নাতে ওই মুখ দেখবে যখন গানটি। ৪১ সেকেন্ডের ওই ভিডিওতে দুর্দান্ত অভিনয় করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। তবে এটি কোনো সিনেমার দৃশ্য নয়। একটি টিকটক ভিডিও যা পূর্ণিমা তার টিকটকে প্রকাশ করেছেন। এ ছাড়াও পূর্ণিমার প্রোফাইলে বাংলা, হিন্দি বিভিন্ন গানে আছে একাধিক টিকটক ভিডিও। কাজের ফাঁকে কিংবা অবসরে ভক্তদের জন্য ছোট ছোট ভিডিও বানাতে পছন্দ করেন এই তারকা। টিকটকে পূর্ণিমার ফলোয়ার সংখ্যা ১ দশমিক ৭ মিলিয়ন।

দীঘি

সিনে অঙ্গনের নায়িকাদের মধ্যে টিকটকে সবচেয়ে বেশি সরব দীঘি। নিজের প্রতিদিনের মুহূর্তগুলো টিকটকের পাতায় ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন। নাচ, গান ও অভিনয় সবকিছুরই উপস্থিতি দেখা যায় তার টিকটক প্রোফাইলে। দীঘির অনুসারী টিকটকে অনেক বেশি। এই নায়িকাকে ২ দশমিক ৪ মিলিয়ন মানুষ টিকটকে অনুসরণ করেন।

বিদ্যা সিনহা মীম

সিনেমার পর্দার মতো টিকটকেও প্রাণবন্ত ভিডিও বানিয়ে দর্শকের মনে দোলা দিচ্ছেন বিদ্যা সিনহা মীম। একদম নতুন ধাঁচের এবং ভিন্ন ভিন্ন ভিডিও নিজের প্রোফাইলে শেয়ার করেছেন মীম। রং-বেরঙের পোশাকে বাংলা-হিন্দিসহ বিভিন্ন গানে ভক্তদের জন্য রয়েছে মীমের অসংখ্য গ্লামারস ভিডিও। নানা গুণে মীম যে গুণান্বিত—এর প্রমাণ তার ভিডিওগুলোতেই পাওয়া যায়। টিকটকে মীমের ফলোয়ার সংখ্যা ১ দশমিক ৬ মিলিয়ন।

অপু বিশ্বাস

পরনে কালো শাড়ি পরে একটি রেস্তোরাঁয় হাতে গ্লাস নিয়ে সিনেমার দৃশ্যের মতো জুস খাচ্ছেন ঢালি কুইন অপু বিশ্বাস। আর ভিডিওতে শোনা যাচ্ছে, চুরা লিয়া হে তুমনে যো দিলকো... নাজার নাহি চুরানা সানাম গানটি। এ ছাড়াও লাল দোপাট্টা, দিল কো কারার আয়াসহ বেশ কিছু গানে শর্ট ভিডিও বানিয়ে টিকটকে দর্শকের মন জয় করেছেন অপু বিশ্বাস। তবে টিকটকে অন্যদের তুলনায় খুব কমই দেখা যায় এই তারকাকে। অপুর টিকটক ফলোয়ার সংখ্যা প্রায় ৫ লাখ।

আরো পড়ুন: নিজের জীবনের যে লড়াইয়ের কথা জানালেন ববি দেওল

মৌসুমী

খায়রুন সুন্দরী, আমার সময় যে কাটেনা একা, লোকে বলে সুন্দরীর মতো জনপ্রিয় সব বাংলা গানে টিকটক ভিডিও বানিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। বর্তমানে টিকটকে অনেক বেশি সরব এই তারকা। টিকটকে ফলোয়ার সংখ্যা ১ মিলিয়ন।

নুসরাত ফারিয়া

বর্তমান প্রজন্মের নায়িকা নুসরাত ফারিয়া বেশ সরব টিকটকে। নিজের নিত্যদিনের ফ্যাশনেবল কার্যক্রম শেয়ার করেন তার টিকটকে। এ ছাড়াও আছে বিভিন্ন গান- নাচ ও অভিনয়ের ভিডিও। টিকটকে ফারিয়াকে অনুসরণ করেন ২ লাখ ৯১ হাজার জন।

এ ছাড়াও মাহিরা মাহি, পূজা চেরি, নাজিফা তুষিসহ প্রায় সব তারকাই এখন টিকটকে ভিডিও বানিয়ে সময় কাটাতে পছন্দ করেন।

এসি/


টিকটক বাংলা সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন