সোমবার, ৬ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগ করা হবে: বরকতউল্লা *** অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস কর্মী নুরুলের মৃত্যুর ১২ দিন পর সন্তান জন্ম দিলেন স্ত্রী *** সৌদি আরবে বাংলাদেশি সাধারণ শ্রমিক নিয়োগে ‘মাইলফলক’ চুক্তি *** নিজেকে জুলাই গণ-অভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ মনে করেন না তারেক রহমান *** রেগুলেটরি টি সেল আবিষ্কারে চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী *** আমাদের কী মরে প্রমাণ করতে হবে যে আমরা অসুস্থ: আদালতে দীপু মনি *** সেনাপ্রধানের বক্তব্য বিকৃত করে উদ্দেশ্যমূলক অপপ্রচার চলছে: আইএসপিআর *** শেখ হাসিনার বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি: ভারতীয় পররাষ্ট্রসচিব *** বিশ্বজুড়ে শাসকগোষ্ঠীর প্রতি জেন-জিদের ক্ষোভ ছড়িয়ে পড়ছে *** ১০ বছর পালিয়ে থাকার পর লেবাননের গায়ক ফাদেল শাকেরের আত্মসমর্পণ

সাফল্য এখন আর টানে না জয়া আহসানকে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫১ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৫

#

‘ডিয়ার মা’ সিনেমার শুটিংয়ে ধৃতিমান চট্টোপাধ্যায় ও জয়া আহসান। ছবি: ইনস্টাগ্রাম

লম্বা পথ পাড়ি দিয়ে এসেছেন জয়া আহসান। টিভি নাটক থেকে সিনেমা, দেশ থেকে বিদেশে—সব ক্ষেত্রে, সব কাজে মুগ্ধতা ছড়িয়ে দিয়েছেন। পেয়েছেন প্রশংসা, পুরস্কার, স্বীকৃতি, সাফল্য—সবই। তবে ইদানীং নাকি তাকে সাফল্য আর টানে না, ফিরতে চান শিকড়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন অভিনেত্রী।

আগামী ১৮ই জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত জয়ার নতুন সিনেমা ‘ডিয়ার মা’। ঘনিয়ে এসেছে মুক্তির তারিখ। জয়া এখন তাই ভীষণ ব্যস্ত প্রমোশনে। সিনেমার প্রচারের অংশ হিসেবে বিভিন্ন সংবাদমাধ্যমের সাক্ষাৎকার আর ফটোশুটে অংশ নিচ্ছেন। সিনেমা নিয়ে কথা তো বলছেনই, ছুঁয়ে যাচ্ছেন ব্যক্তিগত প্রসঙ্গও।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম এই সময়ের পক্ষ থেকে জয়া আহসানের কাছে জানতে চাওয়া হয়, ‘স্টারডামে ক্লান্ত জয়া আহসান? তবে কি আর কিছু পেতে চান না?’

উত্তরে জয়া বললেন, ‘কী পাওয়া বাকি রয়ে গেল, সেটা নিয়ে আর ভাবি না। অনেকে বলেন আমি সফল, কিন্তু এখন আর সাফল্য টানে না। ওই শব্দের সঙ্গে একটা স্বার্থপরতা লুকিয়ে আছে। আমি শিল্পী হিসেবে, মানুষ হিসেবে সার্থক হতে চাই।’

অভিনয় আর পেশাগত ব্যস্ততার ফাঁকে যতখানি সুযোগ পান, সময়টা নিজের মতো করে কাটান জয়া আহসান। তার ওই ব্যক্তিগত গণ্ডিতে আছে পশু, পাখি, গাছপালা। চাষাবাদ ভীষণ পছন্দ করেন। সারাক্ষণ লাইমলাইট আর তারকাখ্যাতির একঘেয়েমি কাটাতে কাজটি তার কাছে অক্সিজেনের মতো।

জয়া আহসান বলেন, ‘চাষাবাদের ব্যাপারটা বোধহয় প্রথম থেকেই আমার ভেতরে ছিল। একটা সময়ের পরে সেলিব্রিটি তকমা, লাইট, ক্যামেরা, অ্যাকশন একঘেয়ে হয়ে যায়। আগে ওগুলোই জীবনের ডিজায়ার ছিল। কিন্তু এখন শিকড়ের কাছে ফিরতে ইচ্ছে করে। চাষ করাটা আমায় মাটির কাছাকাছি নিয়ে যায়। বলতে পারেন ওটা আমার অক্সিজেন। ডিটক্স করে। অনেকে শুনলে ভাববেন, আমি নাটক করছি। কিন্তু আমি আমার গাছেদের সঙ্গে কথা বলি।’

জয়া আহসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250