বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

হত্যা, ধর্ষণ, ছিনতাই নিয়ে চারদিকে উদ্বেগ-আতঙ্ক

উপ-সম্পাদকীয়

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ১৩ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

চারদিকে হত্যা, ধর্ষণ ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। রীতিমতো সারাদেশে আতঙ্ক তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়া খুললেই ভীতিকর দৃশ্য দেখা যাচ্ছে। সন্ধ্যার পর মানুষ ঘরের বাইরে যেতে ভয় পাচ্ছেন। ছিনতাইয়ের শিকার হওয়ার লোমহর্ষক ঘটনার বর্ণনা তাদের আতঙ্কিত করছে।

দেশীয় অস্ত্র দিয়ে কোপানোর ভিডিও ভাইরাল হচ্ছে। চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনা নতুন মাত্রা যোগ করেছে। ঢাকায় খুন হয়েছেন চীনা নাগরিক। এ ছাড়া বেশ কয়েকজন বিদেশি নাগরিকের ওপর হামলার ঘটনাও ঘটেছে। সব মিলিয়ে চারদিকে আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে। 

অনেক ক্ষেত্রে অপরাধ দমাতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও হামলার শিকার হচ্ছেন। গত দুইমাসে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ছিনতাই ও আঞ্চলিক মহাসড়কে বাস ডাকাতির মতো বেশ কয়েকটি ঘটনা আলোচনায় এসেছে। বেশ কয়েকটি হত্যাকাণ্ড নিয়ে সাধারণ মানুষের মধ্যে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। 

এর মধ্যে প্রকাশ্যে হত্যার ঘটনা, গণপিটুনিতে হত্যা, বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করারও ঘটনা রয়েছে। পুরো পরিস্থিতিতে ছড়িয়ে পড়েছে এক ধরনের আতঙ্ক। যৌথবাহিনীর সমন্বয়ে সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে একটি বিশেষ অভিযানের মধ্যে এই ঘটনাগুলো ঘটে চলেছে।

ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় ঢাকাসহ সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষ প্রতিবাদ-বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ মানুষ  অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও তুলেছেন। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। সরকার কঠোর হওয়ার কথা মুখে বললেও তাদের কথা অপরাধীরা কানে তুলছে না।

মানবাধিকার সংগঠনের হিসাব অনুযায়ী, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সাতমাসে ‌‌‘মব ভায়োলেন্স’ তৈরি করে ১১৯ জনকে হত্যা করা হয়েছে। গত দুইমাসে ২৯৪ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৯৬ জন এবং এর মধ্যে ৪৪ জন শিশু রয়েছে। একই সময়ে রাজনৈতিক সহিংসতায় মারা গেছেন ১৬ জন।

পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, শুধু গত জানুয়ারিতে খুন হয়েছেন ২৯৪ জন। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি মাসে সারাদেশে ধর্ষণের শিকার হয়েছেন ৩৯ নারী (ধর্ষণের সংখ্যা ২১টি এবং দলবদ্ধ ধর্ষণের সংখ্যা ১৮টি)।

ফেব্রুয়ারি মাসে ধর্ষণের ঘটনা ৫৭টি, এর মধ্যে সংঘবদ্ধ ধর্ষণ ১৭টি, ধর্ষণ ও হত্যার দুইটি ঘটনা রয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন পাঁচজন প্রতিবন্ধী কিশোরী ও নারী। এ ছাড়া ধর্ষণের চেষ্টা ১৯টি, যৌন হয়রানি ২৬টি এবং শারীরিক নির্যাতনের ৩৬টি ঘটনা ঘটেছে।

‘মব’ তৈরি করে গণপিটুনি দেওয়া হচ্ছে। এর বেশিরভাগ ক্ষেত্রেই টার্গেট করে ভিন্ন উদ্দেশ্যে গণপিটুনির পরিবেশ তৈরি করা হচ্ছে। গণপিটুনির মাধ্যমে মানুষ হত্যা ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। ডাকাত, চোর ও ছিনতাইকারী সন্দেহেও গণপিটুনির ঘটনা ঘটছে।

এসবের বাইরে কথিত ধর্মীয় অবমাননার  অভিযোগেও গণপিটুনির ঘটনা ঘটছে। মানুষ আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়ছে। গণপিটুনির ঘটনায় থানায় মামলা হলেও সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের শাস্তি নিশ্চিতের ঘটনা খুবই কম। জড়িত ব্যক্তিরা আইনের আওতায় না আসায় এ ধরনের ঘটনা থামছে না, বরং বেড়েই চলেছে।

প্রশাসনের নিস্ক্রিয়তার কারণে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। মানুষকে জিম্মি করে, অস্ত্র ঠেকিয়ে, গুলি করে অথবা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সর্বস্ব লুটে নিচ্ছে। এতে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতাবোধ ও আতঙ্ক তৈরি হয়েছে।

বিশেষজ্ঞরা বলেছেন, নির্বাচিত সরকারের সময় এসব দুর্বৃত্তের প্রতিরোধের একটা চেষ্টা থাকে। কারণ, তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকে। কিন্তু অন্তর্বর্তী সরকারের মধ্যে সেই ধরনের কোনো চেষ্টাও নেই। জনগণের প্রতি তাদের দায়বদ্ধতার কোনো লেশমাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। জনগণ একটা ভীতিকর উদ্বেগ-আতঙ্কে দিন কাটাচ্ছে। এমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি চাচ্ছে তারা।

এইচ.এস/


আইনশৃঙ্খলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন