সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আসছে আসিফ ও অনুরাধা পাড়োয়ালের ডুয়েট গান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ৮ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

খ্যাতিমান গীতিকার কবির বকুলের লেখা এরং রাজা কাশেফের সুর ও সংগীতে বলিউডের কিংবদন্তিতুল্য গায়িকা অনুরাধা পাড়োয়ালের সঙ্গে দ্বৈতকণ্ঠে গান গেয়েছেন বাংলাদেশের আসিফ আকবর। গানের শিরোনাম ‘চিরদিনের জীবনসঙ্গীনি’। মুম্বাইয়ের একটি স্টুডিওতে গানটি ধারণ করা হয়।

আসিফ তার এ গানটি নিয়ে সোমবার (৬ই মে) একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন, মুম্বাই সফরে গিয়ে শ্রদ্ধেয় কিংবদন্তি অনুরাধা পাড়োয়াল ম্যাডামের সাথে ডুয়েট গানটির ভয়েস দিয়েছি। তার ভয়েস আগেই নেওয়া হয়েছে। শ্রদ্ধেয় কবির বকুল ভাইয়ের গীতিকবিতায় সুর-সংগীত করেছেন রাজা কাশেফ (ইংল্যান্ড)। হলফ করে বলতে পারি- একটি সমৃদ্ধ বাংলা গান আসছে। অনুরাধা ম্যাডামের প্রতি কৃতজ্ঞতা তার গায়কী এবং আতিথেয়তার জন্য।’

আরো পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন রেজওয়ানা চৌধুরী বন্যা

আসিফ আরো জানান এ গানের ভিডিও নির্মাণে আছেন সৌমিত্র ঘোষ ইমন। কাস্টিংয়ে সাবা বশির (ইংল্যান্ড) ও আসিফ নিজে। গানটির রেকর্ডিং এবং মিক্সিং হয়েছে কেএম স্টুডিও এবং যশ রাজ স্টুডিওতে। রেকর্ডিস্ট ছিলেন নোবেল (মুম্বাই)। মিক্স ও মাস্টার করেছেন অভিষেক ও দিলীপ। এটি প্রযোজনায় আছে বিলিভ মিউজিক (ফ্রান্স)। স্পন্সর পেট্যাপ ইউকে। গানের ভিডিও শুটিং স্পট শালদহ ইকো রিসোর্ট, গাজীপুর।

আফিস আরো লেখেন, “আসছে ১৫ই মে ব্রিটিশ পার্লামেন্ট হাউজ অব কমন্সে একটি জাঁকজমক প্রকাশনা অনুষ্ঠানের মাধ্যমে– ‘চিরদিনের জীবনসঙ্গিনী’ গানটি প্রকাশ করা হবে। অনুরাধা ম্যাডামসহ আমি সেখানে থাকব আশা করছি।”

এসি/ আই.কে.জে/ 

আসিফ অনুরাধা পাড়োয়াল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন