ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত
ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমেরিকার সঙ্গে পারমাণবিক আলোচনায় ফেরার কোনো পরিকল্পনা নেই। গতকাল বৃহস্পতিবার (২৬শে জুন) রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমেরিকার সঙ্গে আলোচনার বিষয়টি বর্তমানে আমাদের আলোচনার বিষয় নয়। এ নিয়ে কোনো সমঝোতা হয়নি, এমনকি আলোচনা শুরু করার প্রসঙ্গও ওঠেনি।’
আরাগচি জানান, ইসরায়েল ইরানের ওপর আগ্রাসন চালানোর আগপর্যন্ত দেশটি পরোক্ষভাবে আমেরিকার সঙ্গে পারমাণবিক আলোচনায় ছিল। কিন্তু আলোচনায় আশানুরূপ অগ্রগতি না হওয়ায় আমেরিকা ‘ভিন্ন পথ’ অবলম্বন করেছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ‘আমেরিকা ও ইসরায়েলের সামরিক হামলা আমাদের কূটনৈতিক প্রচেষ্টার বিরুদ্ধে সরাসরি বিশ্বাসঘাতকতা। আমরা যখন আলোচনার মাধ্যমে সমাধানে আগ্রহী ছিলাম, তখন তারা বোমাবর্ষণ করেছে।’
খবরটি শেয়ার করুন