ছবি: ফাইল (সংগৃহীত)
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন। আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় ইলেক্টোরাল কলেজ ভোটের চেয়ে ৩ ভোট দূরে রয়েছেন তিনি। তার এ ঘোষণার পরপরই বিশ্বনেতারা তাকে অভিনন্দন ও শুভেচ্ছাবার্তা পাঠানো শুরু করেছেন। সে তালিকায় নাম রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
এরইমধ্যে ট্রাম্পকে অভিনন্দন বার্তা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্সে মোদি লিখেছেন, ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য আমার বন্ধু ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন।
আরও পড়ুন: নিজেকে জয়ী ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প
পোস্টে মোদি ট্রাম্পের আগের মেয়াদের সাফল্যের প্রশংসা করেছেন। এ ছাড়া মোদি বলেছেন, ভারত-মার্কিন ব্যাপক বৈশ্বিক ও কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে আমাদের সহযোগিতার পুনর্নবীকরণের জন্য উন্মুখ হয়ে আছি। আসুন একসঙ্গে আমাদের জনগণের উন্নতির জন্য, বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য কাজ করি।
ট্রাম্পের ঘনিষ্ট বন্ধু হিসেবে পরিচিত নরেন্দ্র মোদি। বেশ কয়েকদিন আগেও ট্রাম্প মোদিকে এক এক্স বার্তায় ভালো বন্ধু হিসেবে উল্লেখ করেছেন।
এসি/কেবি
খবরটি শেয়ার করুন