সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

গাজা যুদ্ধবিরতি চুক্তির ‘সম্ভাবনা উজ্জ্বল’, নেতানিয়াহুকে রাজি করানোর চেষ্টা করছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০২ অপরাহ্ন, ২৮শে জুন ২০২৫

#

ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু । ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতির একটি চুক্তিতে রাজি করানোর চেষ্টা করছেন। ইরান ও ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের পর যে সাময়িক শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, সেটির পরিপ্রেক্ষিতেই ট্রাম্প এ উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে অবগত একটি ঘনিষ্ঠ সূত্র আমেরিকার সংবাদমাধ্যম নিউজউইককে জানিয়েছে, ‘চুক্তি হওয়ার উজ্জ্বল সম্ভাবনা আছে। ইরানের সঙ্গে ইসরায়েলের বিষয়টা মিটে যাওয়ার পর প্রেসিডেন্ট এখন ইসরায়েলিদের বোঝানোর জন্য অনেক পরিশ্রম করছেন।’

নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি আরও জানিয়েছে, ট্রাম্প শুধু ৬০ দিনের যুদ্ধবিরতির মধ্যে সীমাবদ্ধ থাকতে চান না। তিনি চাইছেন, এ সাময়িক যুদ্ধবিরতি যেন স্থায়ী সমাধানের দিকে এগিয়ে যায়। সূত্রটি বলেছে, ‘প্রেসিডেন্টের লক্ষ্য শুধু ৬০ দিনের জন্য যুদ্ধ থামানো নয়। তিনি চান, এ সময়ের মধ্যে যেন সব জিম্মি মুক্তি পায় এবং একটা স্থায়ী যুদ্ধবিরতি হয়, যা ভবিষ্যতে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনার পথ খুলে দিতে পারে।’

নিউজউইক এ বিষয়ে হামাস, ইসরায়েল সরকার এবং হোয়াইট হাউসের মন্তব্যের জন্য যোগাযোগ করেছে। তবে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পায়নি।

এদিকে ট্রাম্প বলেছেন, গাজায় শিগগিরই যুদ্ধবিরতি হতে পারে। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ‘আমরা মনে করছি, আগামী এক সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি হতে পারে।’ তিনি আরও বলেন, ‘আমাকে প্রায়ই এ বিষয়ে জিজ্ঞেস করা হয়। আমি মনে করি, এটা খুব কাছাকাছি। আমি এ বিষয়ে জড়িত কিছু মানুষের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতিটা খুবই ভয়াবহ।’

ডোনাল্ড ট্রাম্প বেনিয়ামিন নেতানিয়াহু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন