শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় যুদ্ধবিরতির বিষয়ে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি : হামাস

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৪ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, প্যালেস্টাইনের গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। শনিবার (৩রা ফেব্রুয়ারি) লেবাননে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন হামাসের শীর্ষস্থানীয় কর্মকর্তা ওসামা হামদান। হামদান বলেন, ইসরায়েল, কাতার, মিসর ও আমেরিকার কর্মকর্তাদের প্রস্তাবিত চুক্তিকাঠামোটি পর্যালোচনা করছেন হামাসের নেতারা। তবে এ বিষয়ে হামাসের অবস্থান ঘোষণার জন্য আরো সময় দরকার বলে জানান হামদান।

আরো পড়ুন: ইমরান খান-বুশরা বিবির বিয়ে অবৈধ, ৭ বছরের কারাদণ্ড

সংবাদ সম্মেলনে হামদান বলেন, হামাস বারবার বলেছে,জনগণের বিরুদ্ধে এই বর্বর আগ্রাসন বন্ধের জন্য তারা যেকোনো উদ্যোগ নিয়ে আলোচনায় প্রস্তুত। ফ্রান্সের প্যারিসে মধ্যস্থতাকারীদের তৈরি খসড়া যুদ্ধবিরতির প্রস্তাব হামাস হাতে পেয়েছে বলে নিশ্চিত করেন হামদান। তবে তিনি বলেন, চুক্তির বিষয়ে চূড়ান্ত সমঝোতা এখনো হয়নি। প্রস্তাবটিতে কিছু ঘাটতি আছে।

হামদান বলেন, দেশটির জনগণ যে আগ্রাসনের মধ্য দিয়ে যাচ্ছে, তা যত তাড়াতাড়ি সম্ভব অবসান ঘটানোর আকাঙ্ক্ষার আলোকে হামাস শিগগির অবস্থান ঘোষণা করবে।

এইচআ/ আই.কে.জে/


হামাস গাজায় যুদ্ধবিরতি

খবরটি শেয়ার করুন