শনিবার, ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আমরা যাব, অন্য দলকে দিয়ে আহ্বান কেন: সালাহউদ্দিন *** দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ভারতের অবস্থান কী *** কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান *** রাজশাহীর প্রশংসা উপদেষ্টা আসিফ নজরুলের, এড়িয়ে গেলেন নির্বাচন প্রসঙ্গ *** আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে: শফিকুল আলম *** দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল: বাংলাদেশ ব্যাংক গভর্নর *** আওয়ামী লীগের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে আমেরিকা, ইউরোপ! *** ভারতের মথ ডাল এ দেশে এসে মুগ ডাল হয়ে যাচ্ছে কেন *** জাহানারা ইমামের ব্যক্তিগত বই কেজি দরে বিক্রি করেছে বাংলা একাডেমি *** ‘শেখ হাসিনাকে নিয়ে ভারতের পরিকল্পনা ফাঁস করল বিবিসি’

ফিলিস্তিনের রাষ্ট্র স্বীকৃতির পথে নতুন গতি, জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্যের সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৮ অপরাহ্ন, ১২ই আগস্ট ২০২৫

#

ছবি: এএফপি

জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে গতকাল সোমবার (১১ই আগস্ট) এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।

সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের খবরে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ই অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আকস্মিক হামলার পর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে নতুন করে উসকে দিয়েছে। দীর্ঘদিন ধরে প্রচলিত ছিল—ফিলিস্তিন রাষ্ট্র গঠন কেবল ইসরায়েলের সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তি চুক্তির অংশ হিসেবেই সম্ভব। কিন্তু বর্তমানে দেশগুলোর অবস্থান বদলাচ্ছে, এবং একের পর এক দেশ সরাসরি স্বীকৃতি দেওয়ার পথে এগোচ্ছে।

বার্তা সংস্থা এএফপির তথ্যমতে, জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে অন্তত ১৪৫টি দেশ এখন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা দেওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে ফ্রান্স, কানাডা ও ব্রিটেনের মতো পশ্চিমা শক্তিধর দেশও।

ফিলিস্তিন রাষ্ট্রের আন্তর্জাতিক স্বীকৃতির যাত্রা শুরু হয় ১৯৮৮ সালের ১৫ই নভেম্বর। ইসরায়েলি শাসনের বিরুদ্ধে প্রথম ইন্তিফাদা বা গণ-অভ্যুত্থানের সময় ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা দেন। আলজিয়ার্সে নির্বাসিত ফিলিস্তিনি জাতীয় পরিষদের বৈঠকে দেওয়া এই ঘোষণায় পাশাপাশি স্বাধীন ইসরায়েল ও ফিলিস্তিন ‘দ্বিরাষ্ট্রীয় সমাধান’ লক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়।

ঘোষণার কয়েক মিনিট পরই আলজেরিয়া প্রথম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। মাত্র এক সপ্তাহের মধ্যে আরব বিশ্বের অধিকাংশ দেশ, ভারত, তুরস্ক, আফ্রিকার বহু দেশ এবং মধ্য ও পূর্ব ইউরোপের কয়েকটি দেশ স্বীকৃতি দেয়।

পরে বড় স্বীকৃতির ঢেউ আসে ২০১০ সালের শেষের দিকে এবং ২০১১ সালের শুরুর দিকে। তখন মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া অচলাবস্থায় ছিল। দক্ষিণ আমেরিকার দেশগুলো—আর্জেন্টিনা, ব্রাজিল ও চিলি—ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়, যা ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণের ওপর সাময়িক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিক্রিয়ায় হয়েছিল।

এরপর, ২০১১ সালে ফিলিস্তিনিরা জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য জোরালো প্রচেষ্টা চালালেও সেটি সফল হয়নি। তবে একই বছরের ৩১শে অক্টোবর জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেসকো ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেয়। এতে ক্ষুব্ধ হয় ইসরায়েল ও আমেরিকা।

জে.এস/

ফিলিস্তিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250