শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একই শিরোনামে একই সংবাদ ১৩ পত্রিকায়! *** সাগরের ঢেউয়ে জীবন বেঁধে ইতালিযাত্রা, বাংলাদেশিদের সংখ্যা বেড়ে দ্বিগুণ *** ভিন্নমতের জায়গাগুলো নিয়ে আলোচনা হবে: আলী রীয়াজ *** ঢাকাসহ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আজ *** কোটা পদ্ধতি থাকা উচিত, আন্তর্জাতিকভাবেও এটি স্বীকৃত: সারা হোসেন *** আরাকান আর্মিকে সম্পৃক্ত না করে রোহিঙ্গাদের প্রত্যাবাসন অসম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা *** দলিত সম্প্রদায়ের অবস্থার পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ: আনু মুহাম্মদ *** আর্সেনিকে ধান দূষণের ঝুঁকিতে, ক্যান্সারসহ স্বাস্থ্যে প্রভাব নিয়ে যা বলছে গবেষণা *** নতুন মুসলিম রাষ্ট্র গঠন নিয়ে জোর জল্পনা-কল্পনা *** ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

এই সংকটের মুহূর্তে ভারত বাংলাদেশের পাশে আছে : রণধীর জয়সওয়াল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৩ পূর্বাহ্ন, ২৬শে জুলাই ২০২৪

#

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল- ছবি : সংগৃহীত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করে বলেছেন, এই সংকটের মুহূর্তে ভারত বরাবরের মতোই বাংলাদেশের পাশে আছে এবং বাংলাদেশে পরিস্থিতি খুব দ্রুত ‘স্বাভাবিক’ হয়ে উঠবে বলেও ভারত আশা করছে।

দিল্লিতে বৃহস্পতিবার (২৫শে জুলাই) বিকালে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রত্যাশিতভাবেই অনেকটা সময়জুড়ে ছিল বাংলাদেশ প্রসঙ্গ। আর সেই সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে কথা বলেন।

এর আগে গত সপ্তাহের (১৯শে জুলাই) ব্রিফিংয়ে মুখপাত্র জানিয়েছিলেন, বাংলাদেশে যে প্রতিবাদ ও অস্থিরতা চলছে—সেটাকে ভারত ‘সে দেশের অভ্যন্তরীণ বিষয়’ বলে মনে করে। তবে সেই সঙ্গে তিনি এটাও জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজে বাংলাদেশ পরিস্থিতির দিকে নজর রাখছেন এবং সার্বক্ষণিক মনিটরিং করছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সম্পূর্ণভাবে অবহিত। আমরা সেখানকার ঘটনাপ্রবাহে খুব সতর্ক নজরও রাখছি। আমরা মনে করি, সেখানে যা ঘটছে তা পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ আমাদের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী। আমাদের সম্পর্কও খুব উষ্ণ ও নিবিড়। এই পটভূমিতে আমরা আশা করি যে সে দেশে খুব দ্রুতই স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে। এভাবেই আমরা সে দেশের ঘটনাপ্রবাহকে দেখছি।

রণধীর জয়সওয়াল আরও বলেন, আমাদের হিসাব অনুযায়ী, গত কয়েক দিনে ৬ হাজার ৭০০ জন ভারতীয় ছাত্রছাত্রী সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে ফিরে এসেছেন। আর এটা সম্ভব হয়েছে বাংলাদেশ সরকারের অসাধারণ সহযোগিতার কারণেই। সেখানে আমাদের দূতাবাস ও উপদূতাবাসগুলোও ছাত্রছাত্রীদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। যারা সড়কপথে বা বিমানে ফিরছেন—তাদের সে অনুযায়ী সাহায্য করা হচ্ছে। এছাড়া ভারতীয় দূতাবাসে ২৪ ঘণ্টার জন্য টেলিফোন হেল্পলাইনও চালু করা হয়েছে।

আই.কে.জে/

রণধীর জয়সওয়াল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন