রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

বিগ বসের নতুন সিজনে পারিশ্রমিক কমল, না বাড়ল সালমানের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১২ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৫

#

ফাইল ছবি

বিগ বসের ১৯তম সিজন দিয়ে আবার ছোট পর্দায় ফিরছেন সালমান খান। আজ ২৪শে আগস্ট বাংলাদেশ সময় রাত ১১টায় কালারস টিভিতে দেখা যাবে বিগ বস ১৯-এর গ্র্যান্ড প্রিমিয়ার। তার আগে রাত সাড়ে ৯টায় প্রচার হবে জিও হটস্টারে। বিগ বসের প্রায় দুই দশকের ইতিহাসে এবারই প্রথম, টিভির আগে প্রচারিত হচ্ছে ওটিটিতে।

বিগ বসের কল্যাণে ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বর্তমানে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকা সালমান খান। এ শোর গত সিজনেও ২০০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি। তবে এবার প্রায় ১০০ কোটি কম পারিশ্রমিক পাচ্ছেন। কী তার কারণ?

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিগ বসের নতুন সিজনে প্রতি উইকেন্ডে ১০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন সালমান। তবে এবার পুরো শো উপস্থাপনায় থাকতে পারবেন না। পাঁচ মাস ধরে চলা এ শোর প্রথম তিন মাস দেখা যাবে সালমানকে, এরপর বিরতি দিয়ে ফিরবেন গ্র্যান্ড ফিনালেতে।

সব মিলিয়ে মোট ১৫ সপ্তাহ শোটি উপস্থাপনা করবেন সালমান। সপ্তাহে ১০ কোটির হিসেবে তাই বিগ বসের এ সিজন থেকে ১৫০ কোটি রুপি আয় হবে তার। বিগ বসের আগের সিজনগুলোর তুলনায় এ অঙ্ক অনেকটা কম। ১৮তম সিজনে সালমান পেয়েছিলেন ২৫০ কোটি রুপি, তার আগের সিজনে নিয়েছিলেন ২০০ কোটি। এবার যেহেতু তিনি পুরো সিজন জুড়ে থাকছেন না, তাই পারিশ্রমিকও কমেছে।

সালমানের অনুপস্থিতিতে এবারের বিগ বসে উপস্থাপক হিসেবে দেখা যাবে ফারাহ খান ও করণ জোহরকে। আগেও বিভিন্ন সময় বিগ বসের উপস্থাপনায় দেখা গেছে তাদের।

জে.এস/

সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250