ছবি: সংগৃহীত
বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা বরাদ্দ জনপ্রতি ১২ আমেরিকান ডলার রাখার সিদ্ধান্ত জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সম্প্রতি সংস্থাটি তহবিল সংকটের কারণে কক্সবাজারের আশ্রয়শিবিরে রোহিঙ্গাদের জন্য বরাদ্দ কমিয়ে এপ্রিল মাস থেকে জনপ্রতি ৬ ডলারে নামানোর ঘোষণা দিয়েছিল। তবে এ সিদ্ধান্ত বদল করে ডব্লিউএফপি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে চিঠি দিয়েছে।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) এবং অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান বৃহস্পতিবার (২৭শে মার্চ) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
বরাদ্দের বিষয়ে ডব্লিউএফপি থেকে চিঠি পেয়েছেন জানিয়ে মোহাম্মদ মিজানুর রহমান মুঠোফোনে সুখবরকে বলেন, কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গাদের জন্য মাসিক ১২ ডলার ও নোয়াখালীর ভাসানচরের অবস্থানরত রোহিঙ্গাদের জন্য জনপ্রতি ১৩ ডলার বরাদ্দ দেওয়া হচ্ছে। তহবিল সংকটের মধ্যেও খাদ্য সহায়তা ঠিক রাখার বিষয়টি ডব্লিউএফপি নিশ্চিত করেছে বলে জানান তিনি।
মোহাম্মদ মিজানুর রহমান জানান, এ সিদ্ধান্তের কারণে রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা ও পুষ্টিমান ঠিক রাখতে সহায়তা করবে। এর আগে ৫ই মার্চ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়কে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমানোর বিষয়ে ডব্লিউএফপির চিঠি দিয়ে জানিয়েছিল।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন