ছবি: সংগৃহীত
দিলারা জামান অভিনীত ‘প্রেম দিওয়ানা দাদি’ নাটকটি শিগগিরই দেখতে পাবেন দর্শক। চিরসবুজ অভিনেত্রী দিলারা জামান। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। পারিবারিক বন্ধন ও ভালোবাসার হাস্যরসাত্মক গল্পে নির্মিত নাটকটির শুটিং শেষ হয়েছে বেশ আগেই। নাটকটি নির্মাণ করেছেন কামরুজ্জামান পুতুল।
নাটকের গুরুত্বপূর্ণ আরো দুটি চরিত্রে অভিনয় করেছেন আবদুন নূর সজল ও অভিনেত্রী জারা জয়া।
নাটকটি প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘অনেক আগেই এতে অভিনয় করেছি। কমেডি ঘরানার গল্পে খুব যত্ন নিয়ে কাজ করেছেন পরিচালক।’
শিগগির একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি। এছাড়াও সম্প্রতি তিনি 'জংলি' সিনেমার শুটিং শেষ করেছেন। সিনেমাটি পরিচালনা করেছেন এম রাহিম।
ষাটের দশক থেকে অভিনয়ের সাথে নিজেকে যুক্ত রেখেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে হয়েছেন সমাদৃত।
তার অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকে ‘ত্রিধরা’ ও ‘সকাল সন্ধ্যা’ নাটকে অভিনয় করে দর্শকনন্দিত হন। তারপর থেকে একের পর এক নাটক, সিনেমায় কাজ করেন এবং বর্তমান সময়েও সমান জনপ্রিয়।
আরও পড়ুন: আবার বিয়ে করলেন তানজিকা আমিন
দিলারা জামান ১৯৯৩ সালে শিল্পকলায় অবদানের জন্য তিনি একুশে পদক পান। এছাড়া তিনি চন্দ্রগ্রহণ চলচ্চিত্রে ময়রা মাসী চরিত্রে অভিনয়ের জন্য ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ।
তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- চাকা, আগুনের পরশমণি, ব্যাচেলর, মেড ইন বাংলাদেশ, চন্দ্রগ্রহণ, প্রিয়তমেষু, মনপুরা ইত্যাদি।
সদা হাস্যজ্জ্বল দিলারা জামান নিয়মিত তারুণ্যের মধ্যে মিশে থাকেন। বয়সের ক্লান্তি তাকে ছুঁতে পারেনি গুণী এ অভিনেত্রকে। এখনো তার নতুন কোনো কাজ এলেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীরা সেটা চমক হিসেবে নেন।
এসি/ আই.কে.জে/