রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রাণে বাঁচলেন স্পাইস জেটের ১৩৫ যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৪ অপরাহ্ন, ২৭শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

উড্ডয়নের পরপরই দুর্ঘটনার কবলে পড়ে স্পাইস জেটের একটি বিমান। এরপর জরুরি অবতরণ করায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বিমানে থাকা ১৩৫ যাত্রী। 

সোমবার (২৭শে মে) ভারতীয় একটি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে,রোববার (২৬শে মে) কালে ভারতের স্পাইস জেটের একটি বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে পাখির সঙ্গে ধাক্কা খায়। পরে পরিস্থিতি সামাল দিতে বিমানটি জরুরি অবতরণ করে। বিমানটি ১০টা ২৯ মিনিটে যাত্রা শুরু করে। এরপর এটি ১১টার দিকে জরুরি অবতরণ করে।

আরো পড়ুন: ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন আহমাদিনেজাদ

বিমানের একজন মুখপাত্র বলেন, জরুরি অবতরণ করা বিমানটি স্পাইসজেটের বি-৭৩৭ সিরিজের। এটি দিল্লি থেকে উড্ডয়নের পর ২ নম্বর ইঞ্জিনে পাখির ধাক্কা লাগে। ফলে বিমানটি পুনরায় দিল্লিতে জরুরি অবতরণ করে। বিমানের সকল যাত্রী নিরাপদ রয়েছেন। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

এইচআ/ 

দুর্ঘটনা স্পাইস জেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন