ছবি: সংগৃহীত
আজ সোমবার (২১শে এপ্রিল) প্রয়াত হলেন পোপ ফ্রান্সিস। বেশ কয়েকটি তথ্যচিত্র ও সিনেমায় পাওয়া তার জীবনদর্শনের দেখা মিলেছে। কোথাও তিনি সরাসরি দর্শকের সামনে এসেছেন, কোথাও তার চরিত্রে অভিনয় করেছে অভিনেতারা। সংবাদমাধ্যম ডিএনএ অবলম্বনে জেনে নেওয়া যাক সেগুলোর কথা।
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘পোপ ফ্রান্সিস: আ ম্যান অব হিজ ওয়ার্ড’ প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন জার্মান নির্মাতা ভিম ভেন্ডার্স। এতে ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন পোপ ফ্রান্সিস। এটি প্রথাগত জীবনীচিত্রের চেয়ে খানিকটা আলাদা। প্রামাণ্যচিত্রটিতে পোপ ফ্রান্সিসের জীবনদর্শনকে তুলে এনেছেন নির্মাতা। এতে সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য ও বৈশ্বিক শান্তি নিয়ে কথা বলেছেন পোপ ফ্রান্সিস।
২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য টু পোপস’ সিনেমাটি নির্মাণ করেছেন ব্রাজিলের নির্মাতা ফেরনান্দো মেইরেলেস। পোপ ষোড়শ বেনেডিক্ট ও পোপ ফ্রান্সিসকে পর্দায় তুলে ধরেছেন নির্মাতা। বেনেডিক্ট চরিত্রে অভিনয় করেছেন অ্যান্থনি হপকিন্স, পোপ ফ্রান্সিস চরিত্রে অভিনয় করেছেন জনাথন প্রাইস। দুজনের অভিনয় দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে। দুজনই অস্কারে মনোনয়নও পেয়েছিলেন।
পোপ ফ্রান্সিসের আগের নাম জর্জ মারিও বারগোগ্লিও। পোপ হওয়ার আগে জর্জ মারিও বারগোগ্লিওর জীবনকে পর্দায় তুলে ধরেছেন ইতালীয় নির্মাতা দ্যানিয়েল লুচেত্তি ‘কল মি ফ্রান্সিস’ প্রামাণ্যচিত্রে। আর্জেন্টিনার বুয়েনস এইরেসের পোপ ফ্রান্সিসের জন্ম। বুয়েনস এইরেসের তরুণ রিও বারগোগ্লিও চরিত্রে অভিনয় করেছেন রদ্রিগো দেলা। পরিণত বয়সের পোপ ফ্রান্সিস চরিত্র ধারণ করেছেন সার্জিও হার্নান্দেজ।
এ বছর অস্কারে আটটি শাখায় মনোনয়ন পেয়ে নজর কেড়েছিল ‘কনক্লেভ’। ছবিটি গত বছরের ২৯শে নভেম্বর মুক্তি পেয়েছিল। রোমান ক্যাথলিক চার্চের এক পোপের মৃত্যুর পর নতুন পোপ নির্বাচনপ্রক্রিয়াকে কেন্দ্র করে ছবিটি নির্মাণ করেছেন এডওয়ার্ড বার্গার।
রবার্ট হ্যারিসের বিখ্যাত উপন্যাস ‘কনক্লেভ’ অবলম্বনে তৈরি ছবিটি একটি শাখায় অস্কার পেয়েছে। এ রাজনৈতিক থ্রিলারে অভিনয় করেছেন রেফ ফাইঞ্জ, স্ট্যানলি টুচি, জন লিথগো প্রমুখ।
পোপ ফ্রান্সিসকে নিয়ে প্রামাণ্যচিত্র ‘ফ্রান্সিস: দ্য পোপ ফ্রম দ্য নিউ ওয়ার্ল্ড’ মুক্তি পেয়েছে ২০১৩ সালে। এতে পোপ ফ্রান্সিসের জীবনাচরণকে তুলে আনা হয়েছে। এতে পোপের ঘনিষ্ঠ বন্ধু, তার জীবনীর লেখকসহ অনেকের সাক্ষাৎকার রয়েছে। এটির শুটিং হয় বুয়েনস এইরেসে।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন