রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ *** ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের হুমকির পর ভারতকে পারমাণবিক বোমার ভয় দেখালেন আসিম মুনির *** এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে: হাসনাত আবদুল্লাহ *** দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পেল বিএনপি, অপেক্ষায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স *** আ. লীগ ফিরলে শেখ হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান *** ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা প্রত্যাখ্যান, ভুখা মিছিল ৩টায় *** তালেবান শাসকদের অবশ্যই ভারত–সমর্থিত জঙ্গিগোষ্ঠীকে দমন করতে হবে: পাকিস্তানি সেনাপ্রধান *** আফগানিস্তানের ভাবা উচিত, পাকিস্তান তার ভাইপ্রতিম ইসলামি দেশ: শহীদ আফ্রিদি *** ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ রাজি পাকিস্তান–আফগানিস্তান, ক্রিকেট সিরিজ বাতিল *** আন্দোলনের মধ্যেই ফের বাড়ল এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা

এবার আকাশে উড়বে এয়ার ট্যাক্সি!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৯ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) আধুনিক যোগাযোগ ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে। এবার তারা এয়ার ট্যাক্সি ও কার্গো ড্রোনের জন্য বিশেষ আকাশপথ তৈরি করছে। এই উদ্যোগের মূল লক্ষ্য স্মার্ট ট্রান্সপোর্ট সিস্টেম গড়ে তোলা, সড়কের যানজট কমানো এবং পরিবহন ব্যবস্থাকে আরও টেকসই করা। আগামী ২০ মাসের মধ্যে এই আকাশপথের নকশা ও নিয়ন্ত্রণ নীতিমালা চূড়ান্ত করা হবে।  

এয়ার ট্যাক্সি ও ড্রোনের জন্য আলাদা আকাশপথ নির্ধারণ করা হলে একদিকে যেমন নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে শহরাঞ্চলের পরিবহন ব্যবস্থা আরও কার্যকর হয়ে উঠবে। সংযুক্ত আরব আমিরাতের সাধারণ সিভিল অ্যাভিয়েশন অথরিটি (জিসিএএ)-র মহাপরিচালক সাইফ আল সুয়াইদি জানিয়েছেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে যাতায়াত ব্যবস্থায় এক নতুন বিপ্লব আসবে।  

এয়ার ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। টেকনোলজি ইনোভেশন ইনস্টিটিউট (টিআইআই) ও এস্পায়ার নামের দুটি প্রযুক্তি প্রতিষ্ঠান যৌথভাবে এ প্রকল্পে কাজ করছে। উন্নত প্রযুক্তির মাধ্যমে রুট অপটিমাইজেশন, সংঘর্ষ এড়ানো ও নিরাপদ ফ্লাইট পরিচালনা সম্ভব হবে, যা শহরের মধ্যে দ্রুত এবং সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করবে।  

আরও পড়ুন: মশা ধরে দিতে পারলে মিলবে নগদ অর্থ!

দুবাইতে জোবি এভিয়েশনের সঙ্গে চুক্তি হয়েছে, যার অধীনে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাম জুমেইরাহসহ বিভিন্ন রুটে ২০২৬ সালের মধ্যে এয়ার ট্যাক্সি চালু করা হবে।  

অন্যদিকে, আবুধাবিতে ২০২৬ সাল থেকে বিদ্যুৎচালিত এয়ার ট্যাক্সি চালু করবে আর্চার এভিয়েশন। এটি শহরের অভ্যন্তরীণ যোগাযোগ সহজ করবে এবং সড়কে যানবাহনের চাপ অনেকটাই কমাবে।   

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যেসব এয়ার ট্যাক্সি উড়বে, সেগুলো অন্যান্য যাত্রীবাহী বিমানের সঙ্গে সংঘর্ষ এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার আওতায় থাকবে।  

এছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নিয়ন্ত্রণ ব্যবস্থার স্বয়ংক্রিয়তা বাড়ানো হবে, যাতে যাত্রীরা সর্বোচ্চ নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা উপভোগ করতে পারেন।  

তথ্যসূত্র: দ্য ন্যাশনাল

এসি/কেবি


এয়ার ট্যাক্সি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250