ছবি: সংগৃহীত
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সঠিক তদন্তের মধ্য দিয়ে তার উপযুক্ত বিচার হবে, সে আশাই করে বিএনপি।
আজ বৃহস্পতিবার (২৪শে জুলাই) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে খায়রুল হকের আটকের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সাবেক বিচারপতি খায়রুল হকের দেওয়া রায় দেশের বিরুদ্ধে গেছে। বিলম্বে হলেও এতদিন পর সরকার তার বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে, এ জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ। সঠিক তদন্তের মধ্য দিয়ে তার উপযুক্ত বিচার হবে, সেটাই আমরা আশা করি।’
খায়রুল হককে ‘বাংলাদেশের শত্রু’ আখ্যা দিয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘বাংলাদেশের এক বিশাল শত্রু, যিনি বাংলাদেশের বিশাল ক্ষতি করেছেন একটি বড় পদে থেকে এবং সেই পদে থেকে দেশের ভাগ্য নির্ধারণের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন। জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন।’
ফখরুল বলেন, ‘তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে ওই জায়গাটাতে বসে কেউ রাষ্ট্রের ক্ষতি করতে না পারেন।’
খবরটি শেয়ার করুন