শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

আজকের ছাত্র-ছাত্রীরাই গড়বে স্মার্ট বাংলাদেশ : কুজেন্দ্র লাল ত্রিপুরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, ছাত্রছাত্রীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। সাথে সাথে সংস্কৃতি চর্চার প্রতিও গুরুত্ব দিতে হবে। লেখাপড়া করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে ছাত্রছাত্রীদের আত্মনিবেদন করার আহ্বান জানান পার্বত্য প্রতিমন্ত্রী।

৮ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) খাগড়াছড়ি উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এ কথা বলেন।

আরো পড়ুন: কালকের এমবিবিএস ভর্তি পরীক্ষা আমার জন্য চ্যালেঞ্জ : স্বাস্থ্যমন্ত্রী

পার্বত্য প্রতিমন্ত্রী আরো বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তরুণ প্রজন্ম ও শিশুদের দিকে তাকিয়ে আছে আগামীর স্মার্ট বাংলাদেশ। একদিন তারাই দেশের উন্নয়নে প্রতিনিধিত্ব করবে। দেশের উন্নয়নে কাজ করার জন্য যোগ্য নাগরিক হিসেবে যোগ্যতা অর্জন করবে। একদিন তারাই বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো যোগ্যতা অর্জন করবে বলে মন্তব্য করেন পার্বত্য প্রতিমন্ত্রী।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার), পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মাধ্যমিক শিক্ষা বিভাগের আহবায়ক কল্যাণ মিত্র বড়ুয়া, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক দেবব্রত চাকমাসহ খাগড়াছড়ি জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এইচআ/ আই.কে.জে/ 

স্মার্ট বাংলাদেশ প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা

খবরটি শেয়ার করুন