ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক শুল্ক ছাড় ভারতীয় কৃষিপণ্যের রফতানিতে স্বস্তি এনে দিতে পারে। ভোক্তা বাজারে মূল্যবৃদ্ধির চাপ বাড়ায় যুক্তরাষ্ট্র ২০০-এর বেশি খাদ্যপণ্যে আরোপিত শুল্ক প্রত্যাহার করেছে—যার সুফল পাবে ভারতের চা, কফি, মসলা, কাজুবাদামসহ প্রায় আড়াই থেকে ৩ বিলিয়ন ডলারের রফতানি। খবর রয়টার্সের।
ইউরোপীয় ইউনিয়ন ও ভিয়েতনামের তুলনায় ভারতীয় রফতানিকারকেরা ৫০ শতাংশ পর্যন্ত শুল্কে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন, বিশেষত আগস্টের শেষে রাশিয়ান তেল আমদানির ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের পর। ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনস (ফিও) এর মহাপরিচালক অজয় সাহাই বলছেন, শুল্ক ছাড় উচ্চমানের ও মূল্যসংযোজন পণ্যের জন্য নতুন বাজার খুলে দেবে।
সরকারি কর্মকর্তারা মনে করছেন, এ সিদ্ধান্ত ভারত–মার্কিন বাণিজ্য আলোচনার জন্য ইতিবাচক সংকেত এবং সাম্প্রতিক শুল্কবৃদ্ধিতে যে চাপ তৈরি হয়েছিল, তা কিছুটা কমাবে। শুল্ক বৃদ্ধির পর সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে ভারতীয় রফতানি ১২ শতাংশ কমে ৫ দশমিক ৪৩ বিলিয়ন ডলার ছিল।
গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ (জিটিআরআই)-এর প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব মনে করেন, মশলা এবং কিছু বিশেষ উদ্যানজাত পণ্যে ভারতের অবস্থান সামান্য শক্তিশালী হবে এবং শুল্ক বৃদ্ধির পর হারানো চাহিদা আবার ফিরিয়ে আনতে সাহায্য করবে।
তবে রফতানিকারকেরা সতর্ক করে বলছেন, উচ্চ ভাড়া খরচ, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার তীব্র প্রতিযোগিতা এবং যুক্তরাষ্ট্রের কঠোর মান নিয়ন্ত্রণের কারণে সম্ভাব্য লাভ সীমিত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, ভারতের উপস্থিতি টমেটো, সিট্রাস, তরমুজ, কলা ও ফলের রসের মতো পণ্যে সীমিত থাকায় সামগ্রিক লাভ খুব বড় হবে না। লাতিন আমেরিকা, আফ্রিকা ও আসিয়ান দেশগুলো বেশি সুবিধা পেতে পারে।
জে.এস/
খবরটি শেয়ার করুন