সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৯শে ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া *** ২০শে জানুয়ারির মধ্যে সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ *** মুম্বাইয়ে অরিজিতের কনসার্টের টিকিটের মূল্য লাখ টাকা *** তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ *** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা *** ‘মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে’ *** দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব দিলেন *** ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে সাংবাদিকদের নূন্যতম বেতন চালু করা উচিত : শফিকুল আলম

পোস্তগোলা সেতু সংস্কার

বাবুবাজার সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৮ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকার বুড়িগঙ্গার উপর প্রথম সেতু পোস্তগোলা দিয়ে রোববার (২৫শে ফেব্রুয়ারি) ভোররাত থেকে চলছে হালকা যানবাহন। অন্যদিকে যানবাহনের চাপ কম থাকায় বুড়িগঙ্গার উপর দ্বিতীয় (বাবুবাজার) সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক আছে। 

তবে সংস্কারকাজের জন্য আজ দিবাগত রাত ১২টা থেকে আবারও পোস্তগোলা সেতুতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। ফলে কেরানীগঞ্জের কদমতলী ও বাবুবাজার সেতুতে তীব্র যানজটের আশঙ্কাও আছে।

ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিক পুলিশ কার্যালয়ের উপপরিদর্শক আশরাফুল আশফাক গণমাধ্যমকে বলেন, আজ ভোররাত থেকে কেরানীগঞ্জের কদমতলী ও বাবুবাজার সেতুতে যান চলাচল স্বাভাবিক আছে। যানবাহনের তেমন চাপও নেই। সড়ক যানজটমুক্ত রাখতে ট্রাফিক পুলিশ কাজ করে যাচ্ছে।

আজ সকাল ১০টার দিকে পোস্তগোলা সেতুতে দেখা যায়, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রকৌশল বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা সেতুর পূর্ব পাশে সংস্কারকাজে ব্যস্ত রয়েছেন। সেতুর অপর পাশ (পশ্চিম প্রান্ত) দিয়ে যাত্রীবাহী বাস, মিনিবাস, সিএনজিচালিত অটোরিকশা ধীরগতিতে চলাচল করছে।

ঢাকা থেকে খুলনা রুটে চলাচলকারী ইমাদ পরিবহনের এক চালক বলেন, গতকাল পোস্তগোলা সেতুতে কোনো গাড়ি চলতে দেওয়া হয়নি। তাই বাবুবাজার সেতু দিয়ে রাজধানীতে প্রবেশ করতে হয়েছে। কেরানীগঞ্জের নাজিরেরবাগ এলাকা থেকে বাবুবাজার সেতু পার হতে কয়েক ঘণ্টা সময় লেগেছে। অসংখ্যবার গাড়ির স্টার্ট বন্ধ ও চালু করতে হয়েছে। 

তিনি আরও বলেন, আজ ভোর থেকে পোস্তগোলা সেতুতে গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তাই এ রুট দিয়ে রাজধানীতে যাচ্ছি।

আরও পড়ুন: আজ পুরোপুরি বন্ধ পোস্তগোলা সেতু, বিকল্প পথে চলছে গাড়ি

আজ বেলা সাড়ে ১১টার দিকে বাবুবাজার সেতু এলাকায় গিয়ে দেখা যায়, সেতুর দক্ষিণ প্রান্ত কেরানীগঞ্জের কদমতলী এলাকায় যানজট তেমন নেই। সেতুতে যান চলাচল স্বাভাবিক অবস্থায় রয়েছে। সেতুর ওপরেও যানবাহনের তেমন চাপ নেই।

মাওয়া চৌরাস্তা থেকে আসা বাসুমতি পরিবহনের চালক জমির মিয়া বলেন, গতকাল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রাজেন্দ্রপুর এলাকা থেকে বাবুবাজার সেতু পর্যন্ত ভয়াবহ যানজট ছিল। যানজটের কারণে রাজেন্দ্রপুর এলাকা থেকে সেতু পর্যন্ত আসতে কয়েক ঘণ্টা লেগে যায়। আর আজ আধা ঘণ্টার মধ্যেই সেতু পার হয়েছেন। তেমন যানজট নেই।

সওজ কেরানীগঞ্জ সড়ক সার্কেলের উপসহকারী প্রকৌশলী চৌধুরী সাজ্জাদ আরেফিন বলেন, গতকাল পোস্তগোলা সেতুর সংস্কারকাজের জন্য সেতুতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। আজ ভোররাত থেকে আবার হালকা যানবাহনের অনুমতি দেওয়া হয়েছে। তবে সংস্কারকাজের জন্য আজ রোববার দিবাগত রাত ১২টা থেকে আবার পোস্তগোলা সেতুতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এসকে/ 

পোস্তগোলা সেতু বাবুবাজার সেতু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন