বুধবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আল্লাহ সব ফয়সালা করে রেখেছেন: সানাই মাহবুব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪২ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন আলোচিত অভিনেত্রী সানাই মাহবুব। কয়েকটি আইটেম গানের মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। ২০১৭ সালে সিনেমায় নাম লেখান। ‘ময়নার ইতিকথা’ ও ‘সুপ্ত আগুন-দ্য হিডেন ফায়ার’ নামে দুটি সিনেমায় কাজও করেছেন কিন্তু সেগুলো আলোর মুখ দেখেনি। এরপর মিডিয়া থেকে দূরে চলে গিয়ে স্বামী-সংসার, পারিবারিক ব্যবসা এসব নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন সানাই। 


বুধবার (৫ই ফেব্রুয়ারি) তিনি ফেসবুকে একটি ছবি শেয়ার করে স্টাটাস লিখেছেন। সেই লেখাটি হুবহু তুলে ধরা হলো-

আসসালামু আলাইকুম, 

ছবিটা ভীষণ অসংলগ্ন তাই না?

উত্তর : হ্যা ভীষণ অসংলগ্ন। 

কিন্ত ভাইয়া আপনাদের মাথার চিন্তাভাবনা গুলাও তো অনেক অসংলগ্ন, আপনি নিজে স্টুডেন্ট লাইফে ১০ ঘাটের মেয়ে *** খেয়ে দেয়ে একজন হিজাবী স্ত্রী আশা করছেন, কিভাবে ভাই?? 

আপনি নিজে ওয়াসরুমে মুসলিম পুরুষ হওয়ার পরেও দাঁড়িয়ে প্রসাব করে, আশা করছেন আপনার স্ত্রী বোরখা পড়ে গোসল করবে, না মশায় তা কল্পনায় সম্ভব হলেও বাস্তবে অসম্ভব! 

আপনি সারাদিন বন্ধুদের সাথে  ঘুড়ে বেড়ায় আড্ডা মেরে  আশা করবেন আপনার স্ত্রী বাড়িতে বসে সূরা ইখলাস পড়বে??  ভূল.. ভুলের রাজত্বে বসবাস করছেন ভাইয়া.. আপনার স্ত্রীও পরকীয়ায় আসক্ত.. খোজ নিয়ে দেখেন..

আরও পড়ুন: নায়িকা পপির বিরুদ্ধে থানায় জিডি করলেন বোন

কারণ একটা মেয়ে কি করবে সারাদিন? স্বামী সারাদিন বাইরে .. অফিসের পড়েও রাত ১০/১১ টা পর্যন্ত বাইরে, আপনার যুবতী স্ত্রী কি করবে?? তার কি সেক্স নাই? সে তখন অবশ্যই পরকীয়ায় আসক্ত হবে... 

আল্লাহ বলে একজন আছেন তো, উনি সব ফয়সালা করে রেখেছেন..  যে যেমন তার সাথে সেটাই হবে..  হয় আজকে না হয় কালকে.. না হয় পরশু...ফেরত সেটাই আসবে যেটা আপনি দিয়েছেন জনাব! কাজেই সেটাই করুন যেটা আপনি চান!

সেই পোস্ট পড়ে নেটিজেনদের অনেকেই মন্তব্যের ঘরে লিখেছেন- ‘সুন্দর কথা বলেছেন’।কেউ কেউ লিখেছেন-‘রাইট, আপনার প্রেমে পড়েছি অনেক আগেই বলা হয়নি, বড্ড ভালবাসি তোমায়’।

এসি/ওআ

সানাই মাহবুব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন