ছবি: সংগৃহীত
কিয়েভ বলেছে, ভ্লাদিমির পুতিনের একটি বাসভবনে ড্রোন হামলা চালানোর ‘বিশ্বাসযোগ্য’ কোনো প্রমাণ নেই। এ ছাড়া তারা মস্কোর বিরুদ্ধে অভিযোগ করেছে, যুদ্ধ শেষ করার আলোচনাকে প্রভাবিত করতে ভুয়া দাবি ছড়াচ্ছে তারা। খবর এএফপির।
এর আগের দিন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করেন, রাশিয়া কিয়েভে হামলার ভূমি প্রস্তুত করছে এবং রাজধানীর বাসিন্দাদের সজাগ থাকার আহ্বান জানান। মস্কো গত সোমবার বলেছিল, মস্কো ও সেন্ট পিটার্সবার্গের মাঝামাঝি নভগোরোদ অঞ্চলে পুতিনের নিরিবিলি বাড়িতে ইউক্রেন ড্রোন পাঠিয়েছে।
ক্রেমলিন গতকাল মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) এটিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ এবং ‘পুতিনের বিরুদ্ধে ব্যক্তিগত হামলা’ আখ্যা দিলেও জানিয়েছে, তারা প্রমাণ দিতে পারছে না—কারণ ‘সব ড্রোন ভূপাতিত হয়েছে’।
তারা আরো বলেছে, ইউক্রেনের বিরুদ্ধে ‘কীভাবে, কখন এবং কোথায়’ পাল্টা হামলা চালানো হবে, তা রুশ সেনাবাহিনী ঠিক করে নিয়েছে। রাশিয়া প্রায় চার বছর ধরে প্রায় প্রতিদিনই ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এতে হাজারো মানুষ নিহত হয়েছেন।
জে.এস/
খবরটি শেয়ার করুন