শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর *** দুই দশক পর ২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান *** তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক *** যারা হ্যাঁ ভোটের সমালোচনা করছেন, তাদের জানার পরিধি সীমিত: শফিকুল আলম *** যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই ওমর *** নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘এনপিএ’র আত্মপ্রকাশ *** এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন *** অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪২৪

আজ রাতে বাংলাদেশ–সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪০ অপরাহ্ন, ২৪শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে আগামী ১০ই জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এ ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হবে হামজা চৌধুরী ও শমিত শোমের। আর হামজা-শমিতের ভক্তদের তুমুল আগ্রহের এ ম্যাচের টিকিট আজ শনিবার (২৪শে মে) রাতে ছাড়া হচ্ছে।

এদিকে বাংলাদেশ ও সিঙ্গাপরের মধ্যকার ম্যাচের টিকিট আজ দুপুর ১২টা থেকে টিকিফাই ডট লাইভ ওয়েবসাইটে (https://tickify.live) ছাড়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস জানিয়েছেন, বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের টিকিট অনলাইনে রাত ৮টা থেকে ছাড়া হবে।

এর আগে ২১শে মে গোলাম গাউস জানিয়েছিলেন, আজ দুপুর থেকে টিকিট ছাড়া হবে। কিন্তু পূর্বের নির্ধারিত সময়ের ৪৫ মিনিট আগে নতুন ঘোষণায় অনলাইনে টিকিট ছাড়া ৮ ঘণ্টা পিছিয়ে দিয়েছে বাফুফে। আর প্রথমবারের মতো আজ বাফুফে অনলাইনে টিকিট ছাড়তে যাচ্ছে।

এবার সব মিলিয়ে ৯টি ক্যাটাগরির ১৮ হাজার ৩০০ টিকিট বিক্রি করার কথা ভাবছে বাফুফে। এর মধ্যে সর্বনিম্ন দাম ধরা হয়েছে সাধারণ গ্যালারি ৪০০ টাকা, হসপিটালিটি বক্স, করপোরেট বক্সের প্রতি টিকিটের দাম ধরা হয়েছে সর্বোচ্চ ৫ হাজার টাকা করে। আর এর বাইরে ভিআইপি-১ বক্সের টিকিটের দাম ৪ হাজার টাকা, ভিআইপি-২ ও ভিআইপি-৩ বক্সের টিকিটের দাম ২ হাজার ৫০০ টাকা। এ ছাড়া স্কাই ভিউয়ের টিকিটের দাম ৩ হাজার টাকা। আর ক্লাব হাউস ১–এর টিকিটের দাম দুই হাজার ৫০০ ও ক্লাব হাউস ২–এর দাম ২ হাজার টাকা।

বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল। এদিকে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে সিঙ্গাপুরও। আর সে কারণে সি গ্রুপে থাকা চার দলেরই পয়েন্ট সমান (১ করে)।

আরএইচ/


বাফুফে আগাম টিকিট বিক্রি ফুটবলার হামজা বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ এশিয়ান কাপ ফুটবল বাছাইপর্ব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250