বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

ভারতীয় গানের বিষয়ে এবার যে সিদ্ধান্ত নিল পাকিস্তান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৯ অপরাহ্ন, ৩রা মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এবার ভারতীয় গানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান সরকার এবং এ সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে কার্যকর করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১লা মে) পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। খবর দ্য ডনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তাজনিত পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের সব এফএম রেডিও স্টেশনে ভারতীয় গান না বাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে পাকিস্তান সম্প্রচার সংঘের (পিবিএ) মহাসচিব শাকিল মাসুদ দেশটির সংবাদমাধ্যমকে বলেন, ‘পাকিস্তানের সব এফএম রেডিও স্টেশনে ভারতীয় গানের সম্প্রচার বন্ধ করা হলো।’ 

ভারতীয় সংগীতশিল্পীদের মধ্যে লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি, কিশোর কুমার, আশা ভোশলে, মুকেশ এবং এ প্রজন্মের শ্রেয়া ঘোষালের গান পাকিস্তানে বিশেষভাবে জনপ্রিয়। দেশটির বহু শ্রোতা প্রতিদিন এফএম স্টেশনে তাদের গান শুনতেন।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়ে পাকিস্তান সম্প্রচার সংঘকে একটি চিঠিতে লিখেছেন, ‘পিবিএ-এর এ দেশপ্রেমী সিদ্ধান্ত প্রশংসার যোগ্য। এটি বর্তমান কঠিন সময়ে পাকিস্তানের রাষ্ট্রীয় ঐক্যের প্রতীক।’

এর আগে ভারতীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেলের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এর মধ্যে রয়েছে সামা টিভি, ডন নিউজ, জিও নিউজ ও এআরওয়াই নিউজের মতো গণমাধ্যম।

এ ছাড়া হানিয়া আমির, মাহিরা খান ও আলি জাফরের মতো পাকিস্তানের জনপ্রিয় তারকাদের ইনস্টাগ্রাম প্রোফাইল ভারতে বন্ধ হয়ে গেছে।

এইচ.এস/


সংগীতশিল্পী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন