বৃহস্পতিবার, ২রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা *** ইসরায়েলি সব কূটনীতিককে কলম্বিয়া থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ প্রেসিডেন্ট পেত্রোর *** এআই ‘অভিনেত্রী’-কে ঘিরে যে কারণে তীব্র সমালোচনা, ক্ষুব্ধ হলিউড তারকারা *** ফ্লোটিলা থেকে আটক ২২৩ জনকে ইউরোপে পাঠাবে ইসরায়েল, জাহাজগুলোর ভাগ্য অনিশ্চিত *** নিঃসঙ্গতা কাটাতে ৭৫ বছর বয়সে বিয়ে, অতঃপর... *** দুর্গাপূজায় বেশ কয়েকটি নতুন গান *** গাজায় মানবিক সহায়তাকর্মীদের হত্যার নিন্দা জানালেন প্রিন্স উইলিয়াম *** দুর্গাপূজার আগে ভারতে গেল ১ লাখ ৩০ হাজার কেজি ইলিশ *** দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা *** পুতিন কেন সামাজিক যোগাযোগমাধ্যম এড়িয়ে চলেন

শ্রীলঙ্কার বিপক্ষে সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৬ পূর্বাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৫

#

সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ের ফিফটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। ছবি: এক্স

গ্রুপ পর্বের তিন ম্যাচের দুটিতে বাংলাদেশ জিতলেও ব্যাট বলে নিজেদের সেরাটা দেখাতে পারেনি। সুপার ফোরে এসে কিছুটা হলেও মেলে ধরতে পেরেছে বাংলাদেশ। শনিবার (২০শে সেপ্টেম্বর) দুবাইয়ে এই রাউন্ডের প্রথম ম্যাচেই ব্যাটে বলে শ্রেয়তর দল হিসেবেই জিতেছে; ৪ রানে হারিয়েছে বাংলাদেশকে। এই শ্রীলঙ্কার কাছেই গ্রুপ পর্বে হেরেছিল বাংলাদেশ।

১৬৯ রানের লক্ষ্য ছুঁয়ে জিতল বাংলাদেশ। টি–টোয়েন্টি এর চেয়ে বড় লক্ষ্য ছুঁয়ে বাংলাদেশ জিতেছে মাত্র দুটি ম্যাচ। ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে এই শ্রীলঙ্কার বিপক্ষেই সর্বোচ্চ ২১৫ রানের লক্ষ্য ছুঁয়ে জিতেছিল বাংলাদেশ।

দুর্দান্ত এই জয়ে এশিয়া কাপের সেমিফাইনালের সমীকরণে এগিয়ে গেল বাংলাদেশ। সুপার ফোরে বাংলাদেশ তাদের পরবর্তী দুটি ম্যাচ খেলবে পাকিস্তান ও ভারতের বিপক্ষে। এর যেকোন একটি ম্যাচ জিতলেও সেমিফাইনালের সমীকরণ উজ্জ্বল হবে বাংলাদেশের।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার শ্রীলঙ্কার দেওয়া ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে টাইগাররা। জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্যটা সহজ ছিল না। চলতি এশিয়া কাপে আগের তিন ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ছিল যেখানে ১৫৪, সেখানে জয়ের জন্য তাদের তাড়া করতে হয়েছে ১৬৯ রান। লক্ষ্যটা চ্যালেঞ্জিং হলেও শুরু থেকেই লড়াইয়ের মানসিকতা নিয়ে ব্যাট করেছে বাংলাদেশ। প্রথম ৫ ও ১০ ওভারে শ্রীলঙ্কার স্কোর যেখানে ছিল ৪৪/১ ও ৭২/৩, সেখানে বাংলাদেশ স্কোর ছিল ৪৮/১ ও ৮২/২।

আস্কিং রানরেটের সঙ্গে মানিয়ে রান তোলায় বাংলাদেশকে ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছেন প্রথমে সাইফ হাসান ও পরে তারহীদ হৃদয়। ওপেনিংয়ে এসে ৩৬ বলে ফিফটি ছুঁয়ে ৬১ রান করেন সাইফ। তার ৪৫ বলের ইনিংসটিতে আছে ২টি চার ও ৪টি ছয়। ফিফটি করেন হৃদয়ও। ৩১ বলে ফিফটি ছুঁয়ে তিনি করেন ৫৮ রান। ৩৭ বলের তার এই ইনিংসে আছে ৪টি চার ও ২টি ছয়।

সাইফ ও হৃদয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ দুই ওভারে দরকার ছিল ১২ রান। খুবই সহজ লক্ষ্য। তবে শেষ ওভারে ২ বলের ব্যবধানে ২ উইকেট হারিয়ে ফেলে সহজ ম্যাচ জটিল করে তোলে বাংলাদেশ। শেষ দুই বলে যখন ১ রান দরকার, তখন নাসুম পয়েন্টে বল ঠেলে দিয়ে দ্রুততার সঙ্গে প্রান্ত বদল করে জয়ের উচ্ছ্বাসে মেতে উঠেন। এক বল হাতে রেখে ৪ উইকেটে জিতে যায় বাংলাদেশ।

এর আগে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৬৮ রান করে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার এই স্কোরে বড় অবদান দাসুন শানাকার। লঙ্কান এই ব্যাটার ৩৭ বলে খেলেছেন হার না মানা ৬৪ রানের ইনিংস। তবে লঙ্কান ইনিংসটি বড় হওয়ার পেছনে অবদান আছে বাংলাদেশের ফিল্ডারদের। এদিন যেন হাতে সাবান মেখে মাঠে নেমেছিলেন বাংলাদেশের ফিল্ডাররা। অন্তত তিনটি নিশ্চিত ক্যাচ হাত ছাড়া করেছেন তারা!

ব্যাটিংয়ে শ্রীলঙ্কার শুরুটা ভালোই হয়েছিল। কোনো উইকেট না হারিয়েই ৫০-এর দিকে ছুটছিল তারা। পঞ্চম ওভারের শেষ বলে পাতুম নিশাঙ্কাকে ফিরিয়ে ব্রেক-থ্রু এনে দেন তাসকিন আহমেদ। ১৫ বলে ৩ চার ও ১ ছক্কায় ২২ রানে ফেরেন নিসাঙ্কা। পাওয়ার প্লের পর বিপজ্জনক হয়ে ওঠার আগেই কুশল মেন্ডিসকে (৩৪) শিকার করেন শেখ মেহেদী। ঠিক পরের ওভারেই কামিল মিশারাকে বোল্ড করেন তিনি। শ্রীলঙ্কার স্কোর তখন ৩ উইকেটে ৬৫।

এরপর একটু চাপেই পড়ে যান লঙ্কানরা। সেই চাপ অবশ্য পরে মিইয়ে যায় শানাকার ঝোড়ো ব্যাটিংয়ে। ৩টি চার ও৬টি ছয়ে সাজানো তার ইনিংসটির স্ট্রাইক-রেট ১৭২.৯৭। নাসুমের করা ১৫ তম ওভারে ১৭ রান তোলেন লঙ্কানরা। লেগসাইড দিয়ে দুই ছক্কা এবং শর্ট ফাইন লেগের ওপর একটি চার হাঁকান শানাকা। কুশল পেরেরা মোস্তাফিজের শিকার হওয়ার পর ছন্দ খোঁজার চেষ্টা করেন অধিনায়ক চারিত আসালাঙ্কাও।

বল হাতে সবচেয়ে সফল মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার। এই তিন উইকেটের সুবাদে বাংলাদেশের পক্ষে এই সংস্করণে সাকিব আল হাসানের সর্বোচ্চ ১৪৯ উইকেটের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন তিনি।

এশিয়া কাপ বাংলাদেশ ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250