সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জরিপের ফলাফল

পুতিনে আস্থা রেখেছেন ৮২ ভাগ রুশ নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৮ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

জনমত ফাউন্ডেশন-এফওএম পরিচালিত এক জরিপের ফলাফলে দেখা গেছে রাশিয়ার ৮৩ শতাংশেরও বেশি মানুষ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাজকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছেন।  

শনিবার (১০ই মার্চ) এফওএম এর এক প্রতিবেদনের এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা।

প্রতিবেদনে বলা হয়, জরিপে অংশ নেওয়া ৮৩ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা পুতিনের প্রচেষ্টাকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেন।

আরো পড়ুন: এক ঘড়ির দাম ৬০৩ কোটি টাকা!

পুতিনের প্রতি রাশিয়ার প্রায় ৮২ শতাংশ মানুষের আস্থা রয়েছে। এদিকে জরিপে অংশ নেওয়া ৫৫ শতাংশ রাশিয়ান বলছেন, তারা পুতিন সরকারের কাজকে পুরোপুরি সমর্থন করে।


রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিনকে সমর্থন করেন ৬১ শতাংশ মানুষ। এদিকে ৫৩ শতাংশ উত্তরদাতা পুতিনের দলকে ভোট দেবেন বলেও জানান।

২০২৪ সালের ১-৩ই মার্চ পর্যন্ত রাশিয়ার ৫৩টি অঞ্চলের প্রাপ্তবয়স্ক ১,৫০০ মানুষের মধ্যে এ জরিপ চালানো হয়।

সূত্র: তাশ 

এইচআ/ 

ভ্লাদিমির পুতিন আস্থা জনমত জরিপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন