শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ভারতের বিমানবাহিনীর প্রধানের *** মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি দিলেন ভারতের সেনাপ্রধান *** ফ্লোটিলা বহর আটকের তীব্র নিন্দা জানাল বাংলাদেশ *** ভারতের ধনী নারী উদ্যোক্তাদের মধ্যে ৫০১৭০ কোটি নিয়ে শীর্ষে জয়শ্রী, ষষ্ঠ বলিউড নায়িকা *** ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা আসলে কী *** যেভাবে আসামে হিন্দু-মুসলিম বিভাজিত সমাজে ঐক্যের সুর হয়ে উঠলেন জুবিন গার্গ *** ফ্লোটিলার সর্বশেষ জাহাজটির বর্তমান অবস্থান, স্টারলিংকের ইন্টারনেট এখনো সচল *** মাথা ঠান্ডা করে আরামে ঘুমান, নিজেদের সমস্যায় মন দিন—পশ্চিমা নেতাদের পুতিন *** বাড়লে গরম, বাড়ে চিনি খাওয়াও—বিস্ময়কর তথ্য দিলেন বিজ্ঞানীরা *** কাশ্মীরের সবচেয়ে আলোচিত বিচ্ছিন্নতাবাদী ছিলেন ভারতীয় গুপ্তচর—বিস্ফোরক দাবি

কুয়েতের নতুন ক্রাউন প্রিন্স হলেন সাবেক প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ২রা জুন ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

কুয়েতের নতুন ক্রাউন প্রিন্স হলেন শেখ সাবাহ আল-খালেদ আল-সাবাহ। স্থানীয় সময় শনিবার (১লা জুন) দেশটির আমির শেখ মেশাল আল-আহমদ আল-সাবাহ তাকে এ পদে নিয়োগ দিয়েছেন।

রোববার (২রা জুন) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, শনিবার কুয়েতের নতুন ক্রাউন প্রিন্স হিসেবে শেখ সাবাহ আল-খালেদ আল-সাবাহর নাম ঘোষণা করেছেন দেশটির আমির।

শেখ সাবাহ আল-খালেদ আল-সাবাহ দেশটির প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন তিনি। এ সময় বিরোধীদলীয় সংসদ সদস্যরা তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। পরে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। এর আগে, ২০১১ সাল থেকে প্রায় আট বছর তিনি কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।

রয়টার্স বলছে, কুয়েতের নির্বাচনের মাত্র ছয় সপ্তাহ পরে ৮৩ বছর বয়সি আমির শেখ মেশাল আল-আহমদ আল-সাবাহ সংসদ ভেঙে দেন। এরপর দেশটি মে মাসে নতুন করে রাজনৈতিক অস্থিরতায় নিমজ্জিত হয়। এ সময় সংবিধানের বেশকিছু ধারাও স্থগিত করেন তিনি।

উপসাগরীয় অন্যান্য দেশ থেকে কুয়েতের শাসন ব্যবস্থা কিছুটা ভিন্ন। পার্লামেন্ট থাকা সত্ত্বেও দেশটির বেশিরভাগ ক্ষমতা রাজপরিবারের কাছে সীমাবদ্ধ।

প্রসঙ্গত, নতুন ক্রাউন প্রিন্স শেখ সাবাহ আল-খালেদ আল-সাবাহ ১৯৭৭ সালে তিনি কুয়েত বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে উচ্চশিক্ষা গ্রহণ করেন।

ওআ/ আই.কে.জে/

প্রধানমন্ত্রী কুয়েত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250