ছবি: সংগৃহীত
আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা ম্যাথু মিলার বলেছেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েল নিঃসন্দেহে যুদ্ধাপরাধ করেছে। আমেরিকার পররাষ্ট্র দপ্তরের সাবেক মুখপাত্র এক পডকাস্ট সাক্ষাৎকারে এ কথা বলেছেন। খবর স্কাই নিউজের।
স্থানীয় সময় গতকাল সোমবার (২রা জুন) ‘ট্রাম্প ১০০’ শীর্ষক পডকাস্ট সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। এ সাক্ষাৎকারে বাইডেন প্রশাসনের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলেন মিলার। এ ছাড়া গাজায় ইসরায়েলের হামলার বিষয়েও অনেক কথা বলেন।
এর আগে আমেরিকার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিসেবে মিলারের কাজ ছিল ইউক্রেন থেকে শুরু করে গাজাসহ বিভিন্ন বিষয়ে মার্কিন পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত ব্যাখ্যা করা ও প্রশাসনের অবস্থান তুলে ধরা।
সাক্ষাৎকারে গাজায় গণহত্যার বিষয়ে জানতে চাইলে মিলার বলেন, ‘আমি মনে করি না এটা গণহত্যা। কিন্তু ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে—এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।’
আমেরিকার সাবেক এ মুখপাত্র বলেন, যুদ্ধাপরাধ নিয়ে দুটি দৃষ্টিভঙ্গি রয়েছে। একটি হলো যদি কোনো রাষ্ট্র ইচ্ছাকৃতভাবে যুদ্ধাপরাধের নীতি অনুসরণ করে; কিংবা এমনভাবে বেপরোয়া আচরণ করে, যা যুদ্ধাপরাধকে সহায়তা ও প্ররোচনা দেয়। তখন প্রশ্ন ওঠে, রাষ্ট্র নিজেই কি যুদ্ধাপরাধ করছে?
আমেরিকার সাবেক এ কর্মকর্তা বলেন, গাজায় কিছু নির্দিষ্ট ঘটনায় যুদ্ধাপরাধ হয়েছে। ইসরায়েলি সেনা ও ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা এ যুদ্ধাপরাধ করেছেন।
মিলার বলেন, গাজানীতি নিয়ে বাইডেন প্রশাসনের ভেতরে আমেরিকা ও ইসরায়েলের মধ্যে ‘ছোট-বড়’ মতবিরোধ ছিল। নীতি কীভাবে পরিচালনা করা হবে, তা নিয়ে শুরু থেকেই মতবিরোধ ছিল। কিছু ছিল বড় ধরনের মতবিরোধ, কিছু ছোট।
আরএইচ/
মার্কিন পররাষ্ট্র দপ্তর ম্যাথু মিলার গাজা-ইসরায়েল সংকট আমেরিকার সাবেক মুখপাত্র
খবরটি শেয়ার করুন