শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ *** গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু ৩রা আগস্ট

গাজা ইস্যুতে ইসরায়েল সম্পর্কে যা বলেছেন ম্যাথু মিলার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২২ অপরাহ্ন, ৩রা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা ম্যাথু মিলার বলেছেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েল নিঃসন্দেহে যুদ্ধাপরাধ করেছে। আমেরিকার পররাষ্ট্র দপ্তরের সাবেক মুখপাত্র এক পডকাস্ট সাক্ষাৎকারে এ কথা বলেছেন। খবর স্কাই নিউজের।

স্থানীয় সময় গতকাল সোমবার (২রা জুন) ‘ট্রাম্প ১০০’ শীর্ষক পডকাস্ট সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। এ  সাক্ষাৎকারে বাইডেন প্রশাসনের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলেন মিলার। এ ছাড়া গাজায় ইসরায়েলের হামলার বিষয়েও অনেক কথা বলেন।

এর আগে আমেরিকার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিসেবে মিলারের কাজ ছিল ইউক্রেন থেকে শুরু করে গাজাসহ বিভিন্ন বিষয়ে মার্কিন পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত ব্যাখ্যা করা ও প্রশাসনের অবস্থান তুলে ধরা।

সাক্ষাৎকারে গাজায় গণহত্যার বিষয়ে জানতে চাইলে মিলার বলেন, ‘আমি মনে করি না এটা গণহত্যা। কিন্তু ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে—এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।’

আমেরিকার সাবেক এ মুখপাত্র বলেন, যুদ্ধাপরাধ নিয়ে দুটি দৃষ্টিভঙ্গি রয়েছে। একটি হলো যদি কোনো রাষ্ট্র ইচ্ছাকৃতভাবে যুদ্ধাপরাধের নীতি অনুসরণ করে; কিংবা এমনভাবে বেপরোয়া আচরণ করে, যা যুদ্ধাপরাধকে সহায়তা ও প্ররোচনা দেয়। তখন প্রশ্ন ওঠে, রাষ্ট্র নিজেই কি যুদ্ধাপরাধ করছে?

আমেরিকার সাবেক এ কর্মকর্তা বলেন, গাজায় কিছু নির্দিষ্ট ঘটনায় যুদ্ধাপরাধ হয়েছে। ইসরায়েলি সেনা ও ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা এ যুদ্ধাপরাধ করেছেন।

মিলার বলেন, গাজানীতি নিয়ে বাইডেন প্রশাসনের ভেতরে আমেরিকা ও ইসরায়েলের মধ্যে ‘ছোট-বড়’ মতবিরোধ ছিল। নীতি কীভাবে পরিচালনা করা হবে, তা নিয়ে শুরু থেকেই মতবিরোধ ছিল। কিছু ছিল বড় ধরনের মতবিরোধ, কিছু ছোট।

আরএইচ/


মার্কিন পররাষ্ট্র দপ্তর ম্যাথু মিলার গাজা-ইসরায়েল সংকট আমেরিকার সাবেক মুখপাত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন