বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসেছে, কিছুই করা যায় না: ফাওজুল কবির খান *** আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র *** ‘গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমকর্মীদেরই আদায় করতে হবে’ *** নাসীরুদ্দীন পাটওয়ারী ‘সিম্প্যাথি’ পেতে মিথ্যা বলছেন: মির্জা আব্বাস *** ড্রোন বানাবে বাংলাদেশ বিমানবাহিনী, সহায়তা করবে চীন *** নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ইসির কাছে ৭১ সংগঠনের ১০ সুপারিশ *** ‘নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না’ *** ‘কাজের টোপ’ দিয়ে রাশিয়ায় নিয়ে বাংলাদেশিদের পাঠানো হচ্ছে যুদ্ধে *** পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না: শফিকুর রহমান *** বিচ্ছেদের পর গলায় স্ত্রীর ছবি ঝুলিয়ে দুধ দিয়ে গোসল

ধোনিকে কি পরের আইপিএলে দেখা যাবে?

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৬ পূর্বাহ্ন, ৩০শে জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

মহেন্দ্র সিং ধোনিকে কি আর দেখা যাবে ২২ গজে? ২০২৫ সালের আইপিএল কি খেলবেন ভারতের প্রাক্তন অধিনায়ক? এ প্রশ্ন যেন সবার মনে, তবে কি সেই আসল তথ্য- 

জীবনে অনেকবারই চমক দিয়েছেন ধোনি। যেভাবে টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন কিংবা ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালের বেশ কিছুটা দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে সিদ্ধান্ত জানিয়ে অবসরে গিয়েছিলেন, দুটোই ভারতের জন্য ছিল বেশ বড় চমক। ধোনি আইপিএলে খেলে যাচ্ছেন, সেটাও কম চমকের না! চেন্নাইয়ের হলুদ শিবিরে এখনো ‘থালা’ ধোনির জন্য উৎসব চলে। 

ধোনি অবসরের সিদ্ধান্ত দেবেন কি না সেটা এখনো বড় এক প্রশ্ন। ২০২৩ আইপিএল শেষেও ধোনির অবসর নিয়ে কথা উঠেছিল। সেবারও ধোনি জানান দিলেন এখনই ছাড়তে চান না। ২০২৪ আইপিএলে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন। এরপর খেললেন উইকেটরক্ষক হিসেবে। আর ফিনিশার রোলে। সেখানে ধোনিকে ফুল মার্কস চাইলে যে কেউ দিতেই পারেন। 

তবে উইকেটের পেছনে ধোনির রিফ্লেক্স কমেছে, সে কথা বলা যেতেই পারে। অবশ্য বয়সের পাশাপাশি ধোনির হাঁটুর চোটও এক্ষেত্রে বড় কারণ। এবার প্রশ্ন, আগামী আসরে ৪৩ বছর বয়সে ধোনিকে কি দেখা যাবে আইপিএলের বিগ স্টেজে? 

আরো পড়ুন : এগারো বছর পর এশিয়া কাপের আয়োজক হচ্ছে বাংলাদেশ

এক্ষেত্রে অবশ্য সিদ্ধান্তটা নির্ভর করছে একটামাত্র শর্তের ওপর। সেটাও অবশ্য চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজের হাতে নেই। ভারতের ক্রিকেট বোর্ডের আগামী আসরের আইপিএল নিয়মের ওপর ভিত্তি করেই হবে এই সিদ্ধান্ত। ক্রিকবাজ এবং ভারতের একাধিক গণমাধ্যমের সূত্র, ধোনিকে বিদায় নিতে মানসিকভাবে প্রস্তুত চেন্নাই সুপার কিংস। 

২০২৫ সালের আইপিএলের আগে হবে মেগা নিলাম। সেখানে সব খেলোয়াড়কেই ছেড়ে দিতে হবে ফ্র্যাঞ্চাইজগুলোকে। থাকবেন কেবল রিটেনশনের কজনই। সেই সংখ্যা কত হবে তা নিশ্চিত করবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এখন পর্যন্ত যা খবর, তাতে ধোনির খেলার সম্ভাবনা খানিক কমই বটে। 

এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, চারজনকে স্কোয়াডে রাখার অনুমতি মিলতে পারে। আর সেক্ষেত্রে চেন্নাইয়ের পছন্দ রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, মাথিশা পাথিরানা এবং শিভাম দুবে। পছন্দের ক্রম এমন না হলেও, মোটাদাগে চারজনকেই ধরে রাখতে আগ্রহী চেন্নাই সুপার কিংস। আর যদি সংখ্যা ৫ কিংবা ৬ জন করা হয়, তবে আসবে ধোনির নাম। 

তবে খেলোয়াড় হিসেবে ধোনিকে না পেলেও তাকে ছেড়ে দিতে নারাজ সিএসকে মালিকপক্ষ। দলের মালিক এন শ্রীনিবাসন তাকে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে দেখতে নারাজ। সেক্ষেত্রে আগামী মৌসুম থেকে চেন্নাইয়ের মেন্টর হিসেবেই দেখা যেতে পারে ধোনিকে। 

এস/কেবি

আইপিএল মহেন্দ্র সিংহ ধোনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250