ছবি: সংগৃহীত
বস্তা পরিবর্তন করে অন্য মোড়কে সরকারি চাল বাজারজাত করা চক্রের ১০ সদস্যকে রোববার (৩১শে মার্চ) গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ।
বাড্ডার মেরুল কাঁচাবাজার সংলগ্ন ইখতিয়ারের সেমি পাকা ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে প্রায় ১৯ হাজার কেজি সরকারি চাল জব্দ করে পুলিশ।
আরো পড়ুন: চালের দামও বেঁধে দেবে সরকার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা গণমাধ্যমকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে বাড্ডা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই নাদিম মাহমুদ জানতে পারেন, ঘটনাস্থলে কিছু ব্যক্তি সরকারি চালের বস্তা পরিবর্তন করে ব্যক্তি মালিকানাধীন লোগো যুক্ত বস্তা ভর্তি করে কালোবাজারির মাধ্যমে বিক্রির প্রক্রিয়া করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
সহকারী কমিশনার আরও বলেন, খাদ্য অধিদপ্তরের লোগো সম্বলিত বস্তাগুলো খুলে সেখানে থাকা চাল নুরজাহান ব্রান্ড নামক কোম্পানির প্লাস্টিকের বস্তায় ঢুকিয়ে বাজারজাতের প্রক্রিয়াকরণ করা হচ্ছে। এসময় ১৮ হাজার ৯৮০ কেজি সরকারি চাল জব্দ করা হয়।
তার মধ্যে সরকারি খাদ্য অধিদপ্তরের লোগো যুক্ত ৩০ কেজি ওজনের বস্তা ছিল ৯৬টি। আর সরকারি বস্তা পরিবর্তন করে নুরজাহান ব্রান্ডের ৫০ কেজি ওজনের ৩০৬টি চালের বস্তা পাওয়া যায়। এছাড়া ঘরের মেঝেতে খোলা অবস্থায় প্রায় ৮০০ কেজি পাওয়া যায়।
এসব ঘটনায় বাড্ডা থানায় একটি মামলা করা হয়েছে এবং তাতে হোতা আমিনুল ইসলামের ম্যানেজারসহ ১০ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
এইচআ/ আই. কে. জে/