শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কলকাতায় পাঁচ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড *** নির্বাচনে সহায়তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করল জাতিসংঘ *** কাফু–ক্যানিজিয়ার সঙ্গে ঢাকায় নৈশভোজের সুযোগ *** নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা *** প্রধান উপদেষ্টাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তার জন্য কৃতজ্ঞতা *** খালেদা জিয়াকে নিয়ে নির্মিত সরকারি ডকুমেন্টারি প্রকাশ *** একটি মানবশিশুকে যেভাবে পাহারা দিলো চারটি কুকুর *** অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচনি মাঠে থাকবে: নজরুল ইসলাম খান *** নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল *** এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হতে পারে, জুবাইদা রহমান ঢাকায় আসছেন

গাজার পুরো নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০১ অপরাহ্ন, ২০শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইসরায়েল ঘোষণা দিয়েছে তারা গাজার পুরো নিয়ন্ত্রণ নেবে। গাজাজুড়ে হামলা আরও জোরদার করে গতকাল সোমবার (১৯শে মে) এমন ঘোষণা দিয়েছে ইসরায়েল। এদিকে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার তথ্য অনুসারে, সোমবার গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৯১ জন নিহত হয়েছে। খবর এএফপির।

গতকাল সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেছেন, ‘তীব্র লড়াই চলছে এবং আমাদের অগ্রগতি হচ্ছে। আমরা উপত্যকাটির পুরো ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেব।’

গতকাল দুই মাসের বেশি সময় পর অবরোধ কিছুটা শিথিল হওয়ায় গাজা উপত্যকায় সীমিত আকারে ত্রাণ ঢুকতে শুরু করেছে। গত ২রা মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছিল ইসরায়েল। এতে উপত্যকার ‘২০ লাখ মানুষ অনাহারে দিন কাটাচ্ছে’ বলে সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

তবে মানবিক সংকট নিয়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপে পড়ে ইসরায়েল সীমিত পরিসরে গাজায় ত্রাণ ঢুকতে দেওয়ার ঘোষণা দিয়েছিল। যার ফলে গতকাল প্রথম পাঁচটি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করে। আর এসব ত্রাণের মধ্যে ছিল শিশুদের খাদ্যসহ বিভিন্ন পণ্য।

এ ছাড়া জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার এক বিবৃতিতে জানান, ৯টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি পেয়েছে...তবে যে পরিমাণ ত্রাণের প্রয়োজন, সে তুলনায় এটা বিশাল সমুদ্রে এক ফোঁটা পানি ছিটানোর মতো মাত্র।

নেতানিয়াহু আরও বলেন, ‘ব্যাপক রকমের অনাহারের ছবিগুলো’ ইসরায়েলের যুদ্ধ তৎপরতার বৈধতা ক্ষুণ্ন করতে পারে। তাই ইসরায়েল হাল ছাড়বে না। কিন্তু সফল হতে হলে আমাদের এমনভাবে কাজ করতে হবে, যা থামানো যাবে না।’

এদিকে গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিস শহরের আশপাশে বসবাসকারী ফিলিস্তিনিদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েল ‘নজিরবিহীন হামলা’ শুরু করতে করতে যাচ্ছে জানিয়ে এমন সতর্কতা দেওয়া হয়েছে।

আর ইসরায়েলের এমন কর্মকাণ্ডকে জাতিসংঘের মানবাধিকার দপ্তর (ওএইচসিএইচআর) ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং জাতিগত নিধনের সমতুল্য’ বলে উল্লেখ করেছে।

আরএইচ/

ইসরায়েল-ফিলিস্তিনি বেনিয়ামিন নেতানিয়াহু গাজার নিয়ন্ত্রণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250