ছবি: সংগৃহীত
বিপিএলের গত আসরে ‘দুর্দান্ত ঢাকা’ নামে খেলেছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি। এবার এর মালিকানা কিনেছে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের কসমেটিকস ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক হারল্যান। নতুন মালিকানায় যাওয়ার পর নামও পরিবর্তন হয়েছে দলটির। বিপিএলের আসন্ন আসর থেকে শাকিবের ফ্র্যাঞ্চাইজির নাম ঢাকা ক্যাপিটালস।
সোমবার (১৪ই অক্টোবর) রাজধানীর একটি হোটেলে সকাল থেকে শুরু হয়েছে বিপিএলের প্লেয়ার ড্রাফট। সেখানে উপস্থিত হয়েছেন এই তারকা।
প্রথমবারের মতো ড্রাফট অনুষ্ঠানে থেকে দল গোছানোর ভূমিকায় দেখা যাচ্ছে এই নায়ককে। শাকিবের ঢাকা ক্যাপিটালসে কোন খেলোয়াড়রা জায়গা পাবে সেটা নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই।
এখন পর্যন্ত তিন রাউন্ডে ৬ জন করে খেলোয়াড় দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এরমধ্যে রয়েছেন চারজন করে দেশি ক্রিকেটার ও দুজন বিদেশি ক্রিকেটার।
প্রথম রাউন্ডেই জাতীয় দলের ব্যাটসম্যান লিটন কুমার দাসকে বেছে নিয়েছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। এরপর শাকিব খান ডাকেন সাব্বির রহমানকেও। এই দলে আরও খেলবেন হাবিবুর রহমান সোহান, আবু জায়েদ চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধ, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল, শাহাদাত হোসেন দিপু।
শাকিব খানের দলটির সঙ্গে সরাসরি চুক্তিতে যোগ দেবেন তানজিদ হাসান তামিম, মোস্তাফিজুর রহমান ও স্টিফেন এসকেনজাই। দুই বিদেশি হিসেবে থাকছেন সাইম আইয়ুব (পাকিস্তান), আমির হামজা হোটাক (আফগানিস্তান)।