শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কলকাতায় পাঁচ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড *** নির্বাচনে সহায়তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করল জাতিসংঘ *** কাফু–ক্যানিজিয়ার সঙ্গে ঢাকায় নৈশভোজের সুযোগ *** নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা *** প্রধান উপদেষ্টাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তার জন্য কৃতজ্ঞতা *** খালেদা জিয়াকে নিয়ে নির্মিত সরকারি ডকুমেন্টারি প্রকাশ *** একটি মানবশিশুকে যেভাবে পাহারা দিলো চারটি কুকুর *** অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচনি মাঠে থাকবে: নজরুল ইসলাম খান *** নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল *** এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হতে পারে, জুবাইদা রহমান ঢাকায় আসছেন

সামরিক আইন ঘোষণার জন্য ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৬ পূর্বাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৪

#

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল এই সপ্তাহের শুরুতে সামরিক আইন ঘোষণা করার জন্য ক্ষমা চেয়েছেন। এর আগে, গত মঙ্গলবার (৩রা ডিসেম্বর) আকস্মিকভাবেই দেশটিতে সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইউন সুক ইওল। তবে কয়েক ঘণ্টার মধ্যে সেখানকার পার্লামেন্ট এর বিরুদ্ধে ভোট দেওয়ায় সামরিক আইন প্রত্যাহারে বাধ্য হন তিনি।

ক্ষমা চেয়ে ইওল বলেন, ভবিষ্যতে এমন কিছু আর করবেন না তিনি।

গতকাল শুক্রবার টেলিভিশনে দেওয়া ভাষণে ইউন বলেছেন, আমি অনেক দুঃখিত। যারা মর্মাহত হয়েছেন তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। মঙ্গলবার রাতে সামরিক আইন জারির ঘোষণার পর এই ইউন সুক ইওল সম্ভাব্য অভিশংসনের মুখোমুখি হচ্ছেন। 

প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিক্রিয়ায় তার ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টির (পিপিপি) নেতা সাংবাদিকদের বলেছিলেন, ইওলের পক্ষে তার স্বাভাবিক দায়িত্ব চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে।

হান ডং-হুন বলেন, ‘তার দ্রুত পদত্যাগ অনিবার্য।’

দক্ষিণ কোরিয়ার শাসক দলের প্রধান সতর্ক করে বলেছিলেন, ‘দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইওল যদি ক্ষমতায় থাকেন, তাহলে দক্ষিণ কোরীয়রা বড় ধরনের বিপদের মুখে পড়তে পারে।’ তাই তিনি অবিলম্বে প্রেসিডেন্টের দায়িত্ব স্থগিত করার আহবান জানিয়েছেন।

ইওল তার সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে বলেন, ‘আমি খুবই দুঃখিত এবং যারা হতবাক হয়েছিলেন তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’ তবে তিনি ভাষণে পদত্যাগ বা অভিশংসন নিয়ে কোনো মন্তব্য করেননি। বরং তার ক্ষমতাসীন দলকে পরিস্থিতি স্থিতিশীল করার জন্য কাজ করার কথা বলেন।

আরও পড়ুন: বাংলাদেশি রোগী না দেখার ঘোষণার বিরোধিতা কলকাতার

দেশটির বিরোধী দল ইওলকে অভিশংসনের প্রস্তাবে ভোটের জন্য চাপ দিচ্ছে। উল্লেখ্য, দুই-তৃতীয়াংশ ভোট পেলে প্রেসিডেন্টকে অভিশংসন করা সম্ভব। অর্থাৎ, ৩০০ জনের পার্লামেন্টে ২০০টি ভোট প্রেসিডেন্টের বিরুদ্ধে যেতে হবে।

এর মধ্যে বিরোধী জোটের ১৯২ জন এমপি অভিশংসনের প্রস্তাব জমা দিয়েছেন।

বিরোধী নেতা লি জায়ে-মিউং জানিয়েছেন, তিনি রাষ্ট্রপতি ইওলের মন্তব্যে হতাশ। তারা কেবল জনগণের ক্ষোভ এবং বিশ্বাসঘাতকতার অনুভূতি বাড়িয়ে তুলছে।

সূত্র : বিবিসি

এসি/ আই.কে.জে/

প্রেসিডেন্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250