রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সংখ্যালঘুদের ওপর হামলা ঠেকাতে চালু হচ্ছে হটলাইন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ১২ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে কিছু দুর্বৃত্ত সংখ্যালঘুদের বাড়িঘরে স্থাপনায় হামলা করেছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হাসান।

এ ধরনের হামলার ঘটনায় ভুক্তভোগীরা যাতে প্রতিকার পায়, সেজন্য ধর্ম মন্ত্রণালয় একটি হটলাইন চালু করবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১২ই আগস্ট) মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে পর সাংবাদিকদের বিফ্রিংয়ে তিনি বলেন, “যারা এই ন্যাক্কারজনক হামলা উপাসনালয়ে করে, তারা মূলত দুর্বৃত্ত। আমরা চেষ্টা করবো, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য।

“আমাদের মন্ত্রণালয় থেকে আজকেই একটা হটলাইন চালুর ঘোষণা দেবো। বাংলাদেশের কোথাও যদি কোনো উপাসনালয় অথবা কারও বাড়িঘর, সম্পত্তি আক্রান্ত হয়, তিনি হটলাইনে যোগাযোগ করবেন। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেবো।”

আরও পড়ুন: ধর্মীয় উপাসনালয়ে হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা খালিদ হাসান বলেন, “একটা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই দেশ পেয়েছি। এখানে সব ধর্মের লোকদের অংশগ্রহণ আছে, তাদের ত্যাগ আছে, তাদের রক্ত আছে। এটা আমরা বিনষ্ট হতে দিতে পারি না। এটা একটা অসাম্প্রদায়িক দেশ এবং এই চেতনাটাকে আমাদের লালন করতে হবে।”

এসি/কেবি

সংখ্যালঘু হটলাইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন