সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা *** জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা মুলতবি *** বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক *** আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

বাংলাদেশের সহকারী কোচ হলেন সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১১ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ সময় ধরে সাফল্যের সঙ্গে কোচিং করছেন মোহাম্মদ সালাউদ্দিন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ হিসেবেও দেখিয়েছেন মুনশিয়ানা। জাতীয় দলের সাবেক সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বরাবরই আস্থার প্রতীক ক্রিকেটারদের কাছে। মাশরাফি থেকে শুরু করে মুশফিক-লিটন সবাইকেই কোচিং করিয়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে সফল সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে গুঞ্জন। অবশেষ সেই গুঞ্জন সত্য হলো, শান্ত-লিটনদের কোচ হলেন তিনি।

মঙ্গলবার (৫ই নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বিসিবির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বিসিবি মোহাম্মদ সালাউদ্দিনকে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত। দুই দশক ধরে কোচিং করানো সালাউদ্দিন এর আগে বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ ও ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত।’

আরও বলা হয়েছে, ‘২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমির স্পেশালিস্ট কোচ হিসেবে কাজ করেছেন সালাউদ্দিন। সিঙ্গাপুরের প্রধান কোচ হিসেবে দলকে আইসিসি বিশ্বকাপ লিগের চতুর্থ ডিভিশনে উন্নীত করেন।’

এদিকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ মোহাম্মদ সালাহউদ্দিনের নিয়োগ প্রসঙ্গে বলেন, সালাহউদ্দিনের নিয়োগ দেশের কোচদের সর্বোচ্চ পর্যায়ে অবদান রাখার সুযোগ তৈরি করবে। ‘বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর আমি অঙ্গীকার করেছিলাম যে, যোগ্য ব্যক্তিদের জাতীয় দলের সাথে কাজ করার সুযোগ করে দেবো। সালাহউদ্দিন অভিজ্ঞতা, প্রতিভা ও জ্ঞান নিয়ে আসছেন, যা তাকে এই পদে নিযুক্ত করার জন্য উপযুক্ত করে তোলে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এখন সময় এসেছে যোগ্য বাংলাদেশি কোচদের আরও বেশি অন্তর্ভুক্ত করার’

ওআ/ আই.কে.জে/


বিসিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন